শাওমি এর নতুন একটি 5g ফোন যেটি রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছে তা সম্পর্কে আজকের পোষ্টে রইল বিস্তারিত। Xiaomi Mi 11 Ultra ফোনটি বর্তমানে অত্যাধিক জনপ্রিয় এবং ভালোবাসা অর্জন করেছে। ফোনটি সম্পর্কে হাজারো মানুষের রয়েছে নানান কৌতুহল। নিম্নে এ সম্পর্কে যাবতীয় বিস্তারিত এবং প্রাইস উপস্থাপন করা হলো।
Xiaomi Mi 11 Ultra ফোনটি কয়েকটি ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে। এরমধ্যে 8GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এর ভ্যারিয়েন্ট টি পাচ্ছেন ৮৩,০০০ টাকায়। ফোনটি গত বছর রিলিজ হয়েছে। তারপর থেকেই এর ব্যবহার এর ব্যাপকতা বেড়েই চলেছে। হন্টেড রিভিউ অত্যন্ত ভালো এবং সকলেরই পছন্দের শীর্ষে।
শাওমি এর এই ফোনটিতে আপনি পাচ্ছেন 5G ইন্টারনেট সুবিধা। ফোনটির ওজন 234 gm। এতে রয়েছে ডুয়াল সিম সুবিধা এবং অ্যালুমিনিয়াম ফ্রেম সাথে গরিলা গ্লাস ফ্রন্ট এবং ব্যাক। এতে দেয়া হয়েছে 6.81 ইঞ্চি আমল্ড ক্যাপাচিতিভ টাচস্ক্রীন ডিসপ্লে। আপনি চাইলে প্রটেক্টর হিসেবে ব্যবহার করতে পারেন কর্নিং গরিলা গ্লাস ভিকটাস। এছাড়া হাই রেজুলেশন ডিসপ্লে তো রয়েছেই।
শাওমি এই ফোনটি অপারেটিং সিস্টেমে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 11। এরপর চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম SM8350 স্নাপড্রাগণ 888 সাথে রয়েছে অক্টাকোর প্রসেসর। সব মিলিয়ে এর স্পিড পাবেন সুপারফাস্ট।
ফোনটিতে আপনি আলাদা কোন মেমোরি ইউজ করতে পারবেন না। Xiaomi Mi 11 Ultra তে RAM ভ্যারিয়েন্ট রয়েছে 8GB এবং 12 GB এবং ইন্টারনাল স্টোরেজ সেকশনে রয়েছে 256 জিবি এবং 512GB। এছাড়া রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। আপনি চাইলে সুপার ফাস্ট স্পিড ডাটা ট্রান্সফার করতে পারবেন ফোনটি মাধ্যমে।
Xiaomi Mi 11 Ultra এর ক্যামেরা সেকশনে রয়েছে 50+48+48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সাথে অত্যাধুনিক লেন্স সমূহ। এবং সেলফি ক্যামেরায় থাকছে 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সাথে সেন্সর সমূহ। এর মাধ্যমে আপনি চাইলেই 8K রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন। তাই আশা করি ক্যামেরা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না।
কনটের ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh শক্তিশালী ব্যাটারি এবং 67 ওয়াট এর ফাস্ট চার্জিং ধারা আপনি চার্জ করতে পারবেন। মাত্র 36 মিনিট সময় লাগবে এটি ফুল চার্জ হতে। এছাড়া ফাস্ট ওয়ারলেস চারজিং 67 ওয়াট। মোবাইল টির সিকিউরিটি তে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট যেটি আন্ডার ডিসপ্লে তে সেটআপ করা রয়েছে। এছাড়া সাথে অন্যান্য লেটেস্ট সুবিধাসমূহ রয়েছে। তাই বলা যায় এটি ব্যবহারকারী নতুন একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
See:
নাথিং ফোন প্রাইস ইন বাংলাদেশ – Nothing Phone 1 এর দাম
Oppo A57 5G এর দাম এবং স্পেসিফিকেশন বিস্তারিত
Realme 7i এর দাম এবং স্পেসিফিকেশন