Whatsapp ইতিমধ্যেই সারা পৃথিবীতে জনপ্রিয় একটি মেসেজিং এবং অডিও ভিডিও কল করার জন্য মাধ্যম। যেটার মাধ্যমে পার্সোনাল এবং বিজনেস কমিউনিকেশন করা হয়। অনেকেই হোয়াটসঅ্যাপ এর ব্যক্তিগত ব্যবহার জানলেও বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা পরিচালনা করতে হয় সে সম্পর্কে অবগত নয়। -Whatsapp Business profile creation
অনলাইনে যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাধ্যমটি অত্যন্ত সেভ এবং সিকিউর হাওয়ায় মানুষ এটি ব্যবহারে তিন দিন ঝুঁকে পড়ছে। পার্সোনাল একাউন্ট ব্যবহারের পাশাপাশি এখন বিজনেস অ্যাকাউন্ট অনেকেই ব্যবহার করছেন।
আপনি যদি ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে যত বড় বিজনেস করে থাকেন না কেন। Whatsapp থেকে বিজনেস একাউন্ট খুলে সেখান থেকে বিভিন্ন সুবিধা লাভ করতে পারেন। কারণ হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট এ রয়েছে দারুন সব ফিচার সমূহ এবং আপনার বিজনেস শুরু করার অপার সম্ভাবনা। নিচে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট এর ফিচার এবং কিভাবে খুলতে হয় তা বিস্তারিত বর্ণনা করা হলো।
হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট খুলতে হলে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ থাকার পাশাপাশি WhatsApp Business অ্যাপ নামে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। আপনার যদি একটি পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে সেটি তো থাকছেই। এর পাশাপাশি অন্য যেকোন নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ এর বিজনেস একাউন্ট খুলতে পারবেন।
হোয়াটসঅ্যাপ বিজনেস প্রফাইল এর সুবিধা সমূহ
1. Business profile
2. Quick replies
3. Automatic greeting message
4. Automatic away message
5. Contacts level
6. Message statistics
7. Catalogue
8. Interactive business message
9. List message and reply buttons
10. Facebook shops integration
11. WhatsApp payment
12. WhatsApp business directory
WhatsApp business একাউন্ট টি খোলার জন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং প্রবেশ করুন। শুরুতেই এগ্রি এন্ড continue-তে ক্লিক করুন। এবার আপনার পার্সোনাল নাম্বার যেটি শুরু করবে সেটি দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাইলে ক্লিক করুন অথবা অন্য নাম্বার হলে ইউজ ডিফারেন্ট নাম্বার প্রেস করুন।
এবার কান্ট্রি কোড বসিয়ে আপনার নাম্বারটি বসান এবং নেক্সট প্রেস করুন। এবার উক্ত নাম্বারে একটি কোড চলে যাবে কোড টি সঠিকভাবে বসান। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর পরবর্তী ধাপে আপনার কন্টাক্টস এর অনুমতি দিলে কন্টিনিউ প্রেস করুন অথবা নট নাও প্রেস করুন। এরপর রিস্টোর ব্যাকআপের জন্য কন্টিনিউ প্রেস করুন। এবার মিডিয়া স্টরেস এর জন্য এলাও করুন। অর্থাৎ যেসব বিষয়ে অনুমতি চাইবে সেগুলো এলাও করে দিন।
অনুমতি দেয়ার পর এবার আপনার বিজনেস এর নাম বসান এবং ছবি আপলোড করুন। এভাবে পরবর্তী ধাপে ক্যাটাগরি সিলেক্ট করুন এবং নেক্সটে প্রেস করুন। আপনি যদি ক্যাটালগ স্থাপন করতে চান তাহলে সেট করুন অথবা পরবর্তীতেও এগুলো সেটাপ করে নিতে পারবেন।
এভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে। এবার একাউন্ট এর থ্রি ডট অপশন থেকে বিজনেস টুল সিলেক্ট করুন। সেখানে আপনার বিজনেস-এর যাবতীয় তথ্য সুন্দর ভাবে পূরণ করুন। বিজনেস গ্রো করার জন্য প্রত্যেকটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই আপনার বিজনেস একাউন্ট খোলা সম্পন্ন করুন।
আরো দেখুনঃ
পুরোনো ফোন দিয়ে সিসি ক্যামেরা বানানোর নিয়ম
গুগল ম্যাপে নিজের ঠিকানা ডিলেট করবেন যেভাবে
গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করার নিয়ম
গুগল একাউন্ট খোলার নিয়ম ২০২২।ফোন নাম্বার ছাড়া গুগল অ্যাকাউন্ট তৈরি করুন