Vivo Y20 মোবাইলের দাম এবং যাবতীয় বিস্তারিত উক্ত আর্টিকেল তুলে ধরা হয়েছে। আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো একটি ভিভো মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে।
দারুন সব স্মার্ট ফিচার এবং ফোরজি নেটওয়ার্ক কানেকশন দ্বারা এ ফোনটি তৈরি করা হয়েছে। আমাদের পোষ্টে এর সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। আপনি চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন। ফোনটির রিভিউ অত্যন্ত ভালো।
Vivo Y20 ফোনটি বাংলাদেশের রিলিজ হয়েছে আগস্ট 2020 এ। ফোনটিতে 4জি ইন্টার্নেট কানেকশন এভেলেবেল রয়েছে। এর ডিসপ্লে দেয়া হয়েছে 6.51 ইঞ্চি আইপিএস এলসিডি টাচ সিস্টেম। ফোন টির ওজন 192.3 গ্রাম।
Vivo Y20 ফোন এর ডিসপ্লে রেজুলেশন 720 * 1600 পিক্সেল এইচডি প্লাস। এতে রয়েছে multi-touch ফিচার। প্রধান ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 + 2 + 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশেই ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
ভিভো এই ফোনটিতে দিয়েছে 5000 মিলি এম্পিয়ার ব্যাটারি। আপনি চাইলে এটি 18 ওয়াট এর ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।
Vivo Y20 ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং সাথে রয়েছে 4 জিবি র্যাম। স্মার্টফোন দিতে আপনি পাচ্ছেন অক্টা কোর প্রসেসর এবং সাথে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া আপনি চাইলে আলাদা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।
এছাড়া সিকিউরিটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং যাবতীয় লেটেস্ট সকল সুবিধা। ফোনটি যারা ব্যবহার করেছেন তাদের রিভিউ অত্যন্ত ভালো। Vivo Y20 কনটের বাংলাদেশ মার্কেট প্রাইস 13990 টাকা। কম দামে লেটেস্ট এই স্মার্টফোনটি আপনি ব্যবহার করলে নতুন একটি অভিজ্ঞতা লাভ করতে পারবেন আশা করি।
See:
Xiaomi Mi 11 Ultra এর প্রাইস এবং যাবতীয় বিস্তারিত
নাথিং ফোন প্রাইস ইন বাংলাদেশ – Nothing Phone 1 এর দাম
Oppo A57 5G এর দাম এবং স্পেসিফিকেশন বিস্তারিত
Realme 7i এর দাম এবং স্পেসিফিকেশন