vivo v23 pro দাম কত এবং বিস্তারিত স্পেসিফিকেশন

vivo v23 pro

Vivo V23 Pro এর দাম কত এবং এ ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের আজকের পোস্টে তুলে ধরা হলো। ভিভো এই ফোনটি রিলিজ করেছে গত জানুয়ারি ২০২২ এ। এর প্রাইস রেঞ্জ উচ্চ মিডিয়াম। দুর্দান্ত সব ফিচার এবং আমেজিং ডিজাইন দ্বারা এই ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির দাম হাই বাজেট এর কাছাকাছি।

Vivo V23 Pro ফোনটির দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা। এটি রিলিজ হয়েছে গত ১৩ জানুয়ারি ২০২২ এ। ফোনটিতে রয়েছে উচ্চ প্রযুক্তি এবং লেটেস্ট সকল কনফিগারেশন।

Vivo V23 Pro এই ফোনটি ডিজাইন করা হয়েছে ৫জি ইন্টারনেট স্পিড সুবিধা ধারা। ফোনটি ওজন ১৭১ গ্রাম। এর উভয় পাশেই গ্লাস সিস্টেম। ডুয়াল সিম সিস্টেম এর এই ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এমল্ড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে।

এর ডিসপ্লে রেজুলেশন ১০৮০ ×২৩৭৬ পিক্সেল। ডিসপ্লে এর রিফ্রেশ রেট ৯০ হার্টস। প্রটেকশন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন Schott Xensation Alpha glass.

Vivo V23 Pro মোবাইলটি ডিজাইন করা হয়েছে এন্ড্রয়েড অপারেটর ১২ সিস্টেম এ। এতে রয়েছে মিডিয়াটেক এর শক্তিশালী চিপসেট এবং অক্টোকর প্রসেসর। ফোনটিতে আলাদা মাত্র এস ডি এক্স সি লাগানোর স্লট রয়েছে। স্টোরের সেকশনে আপনি দুটি ভেরিয়েন্ট পাবেন।

ModelVivo V23 Pro
Price50,000.00
Release DateJanuary 13, 2022
NetworkGSM / HSPA / LTE / 5G
Display6.56 inches
Primary Camera 108+8+2 MP
Secondary Camera50+8 MP
Operating systemAndroid 12, Funtouch 12
ChipsetMediaTek MT6893 Dimensity 1200 5G (6 nm)
Processor Octa-core
Storage8/12 GB RAM & 128/256 GB ROM UFS 3.1
Battery4300 mAh Battery with 44W Fast Charger

Ram হিসেবে আপনি পাবেন এইট অথবা টুয়েলভ জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ এ পাবেন ১২৮ অথবা ২৫৬ জিবি। ফোনটিতে রয়েছে ৪৩০০ মিলি্ এম্পিয়ার মানের শক্তিশালী ব্যাটারি এবং ৪৪ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট।

ফোনটির সামনের অংশে রয়েছে ১০৮+৮+২ মেগাপিক্সেল শক্তিশালী আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এবং সামনে রয়েছে ৫০+৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। উভয় পাশে আপনি চাইলে ৪কে মানের ভিডিও ধারণ করতে পারবেন।

এছাড়া ফোনটিতে রয়েছে অত্যাধুনিক সেন্সর সমূহ। প্রটেকশন হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেতেই দেয়া হয়েছে। শক্তিশালী ব্যাটারি থাকার কারণে এর চার্জিং ব্যাকআপ দীর্ঘক্ষণ পাওয়া যাবে। ফোনটি প্রস্তুতকারক চায়না। ফোনটি ব্যবহার করে আশা করি ভালো একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

অনলাইন রিভিওঃ
  • NFC can be used for banking and stuff
  • Loving the Design of this phone …
  • Very good product
  • Nice looking phone….. Front Camera Awesome
  • 1 Year Manufacturer Warranty is not ok.

See Also:

Vivo Y20 এর দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন

Xiaomi Mi 11 Ultra এর প্রাইস এবং যাবতীয় বিস্তারিত

নাথিং ফোন প্রাইস ইন বাংলাদেশ – Nothing Phone 1 এর দাম

Oppo A57 5G এর দাম এবং স্পেসিফিকেশন বিস্তারিত

Realme 7i এর দাম এবং স্পেসিফিকেশন

Samsung s22 Ultra এর দাম এবং স্পেসিফিকেশন

OPPO F21 Pro 5G এর দাম এবং বিস্তারিত দেখে নিন

About Aria Smith

Hi, I'm Aria Smith. I am an Engineer. I like to Write blogs very much & may it be on multiple niches. On this site, we exposed every single moment earnings of popular persons.

View all posts by Aria Smith →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *