ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর মোবাইল ব্যাংকিং মাধ্যম উপায় একাউন্ট কিভাবে খুলবেন। বর্তমানে মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহারের প্রচলন অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। আমরা প্রত্যেকেই দৈনিন্দন বিভিন্ন কাজের জন্য এখন মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে থাকি।
সহজ এবং দ্রুত ট্রানস্ফার যোগ্য একমাত্র মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং। এর মাধ্যমে আপনি নিশ্চিন্ত ভাবে টাকা ট্রান্সফার করতে পারেন। আমাদের আজকের পোস্টে উপায় একাউন্ট কিভাবে খুলবেন এবং বোনাস পাবেন কিভাবে তার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হল।
তো প্রথমেই আপনি প্লে স্টোর থেকে উপায় অ্যাপস টি ডাউনলোড করে নিন। অ্যাপ টি ওপেন করে নতুন একাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।
রেজিস্ট্রেশনে প্রবেশ করার পর এবার আপনার প্রদত্ত ফোন নাম্বারটি দিন। আপনি যে নাম্বারে উপায় একাউন্ট খুলতে যাচ্ছেন সেটি সঠিক ভাবে বসান। এরপর সিলেক্ট অপারেটর অপশন থেকে আপনি যে সিম ব্যবহার করছেন সেই মোবাইল কোম্পানি সিলেক্ট করুন এবং ভেরিফাই নাম্বার এ প্রবেশ করুন।
এবার আপনার প্রদত্ত সিম নাম্বারে একটি ওটিপি কোড আসবে। সেই কোড আপনি বসান অথবা অনেক মোবাইলে নিজে থেকেই পূরণ হয়ে যায়।
মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন হলে এবার আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশের ছবি আপলোড করুন। ক্যামেরা চালু হওয়ার পর জাতীয় পরিচয় পত্রের সামনের অংশ ঠিকমতো ধরলে অটোমেটিক লিক হয়ে যাবে।
এভাবে আপনার এনআইডি কার্ড এর সামনের অংশ এবং পিছনের অংশ ছবি তুলে আপলোড করুন। এনআইডি কার্ড এর ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার নিজের ছবি স্ক্যান করে আপলোড করুন। দিক নির্দেশনা অনুযায়ী আপনার মুখমন্ডল স্পষ্টভাবে বোঝা যায় এভাবে ছবি তুলুন।
এবার আপনার পেশা সিলেক্ট করুন মেনুবার থেকে। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করুন মেয়ে অথবা ছেলে। সবশেষে আপনার ইমেইল এড্রেস দিতে পারেন, না দিলেও সমস্যা নেই এটি অপশনাল তথ্য। সব তথ্য বসানো হলে কনফার্ম প্রেস করুন।
পরবর্তী পেজ এ আপনার এনআইডি কার্ড এর সকল তথ্য দেখতে পাবেন। সেগুলো সঠিক আছে কিনা তা চেক করুন এবং আপনার বর্তমান ঠিকানা বসান। কোন তথ্য থাকলে পুনরায় সেটিং করে সঠিক ভাবে বসান। সবকিছু ঠিক থাকলে তাদের টার্মস এবং কন্ডিশন এ ক্লিক করে কনফার্ম দিন।
এবার পরবর্তী পেইজ এ আপনি 4-digit এর পিন নাম্বার সেট করুন। এটাই হবে আপনার উপায় একাউন্ট এর পিন। তাই সহজে আন্দাজ করা যায় এরকম না দিয়ে একটু কঠিন ভাবে দেয়ার চেষ্টা করুন এবং নিজে অবশ্যই মনে রাখুন। পিন সেট করলেই আপনার উপায় একাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে।
এবার নতুন করে গেট স্টার্ট এ ক্লিক করে আপনার ফোন নাম্বার এবং পিন বসিয়ে আপনার উপায় অ্যাকাউন্ট এ লগিন করুন। এছাড়া অ্যাপ ছাড়া উপায় একাউন্ট ব্যবহার করতে ডায়াল করুন *২৬৮#
এখানে উল্লেখ্য যে আপনারা যারা আগে ইউ পে অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তারা আর ইউ পে একাউন্ট ব্যবহার করতে পারবেন না। তবে আপনার ইউ পে একাউন্ট এ যদি পূর্বের কোন ব্যালেন্স থেকে থাকে তাহলে সেটি উপায় একাউন্ট এ 72 ঘণ্টার মধ্যে যোগ হবে। এক্ষেত্রে ফোন নাম্বার একই হতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর, ৭ দিনের মধ্যে পিন সেট করলে পাচ্ছেন ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড। পিন সেট আপ করার ৩০ দিনের মধ্যে নিচের উল্লেখিত ট্রানজেকশন করলেই পেয়ে যাবেন ইন্সট্যান্ট ৩০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড।
ক্যাশ-ইন/অ্যাড-মানিঃ সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ-ইন/অ্যাড-মানি করলেই পেয়ে যাবেন ইন্সট্যান্ট ১০ টাকা ক্যাশ রিওয়ার্ড, মোবাইল রিচার্জঃ নিজ নাম্বারে ৩০ টাকা মোবাইল রিচার্জে পাবেন আরও ১০ টাকা। বিল পেমেন্টঃ যে কোন অ্যামাউন্টের বিল পেমেন্টের করলেই পেয়ে যাবেন ইন্সট্যান্ট ১০ টাকা ক্যাশ রিওয়ার্ড। এই অফারটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।
আরো দেখুনঃ
বিকাশে কুইজ খেলে টাকা ইনকাম ২০২২
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ২০২২
ফেসবুক পেইজ খোলার নিয়ম- অফিশিয়াল ফেসবুক পেইজ খুলুন