ফেসবুকে মেসেজ অপশন অন অথবা অফ করার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের আজকের পোস্টে তুলে ধরা হলো। প্রযুক্তির এ যুগে ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়ে চলেছে। প্রতিদিন নতুন নতুন আপডেট পাচ্ছি আমরা এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার ফেসবুক আইডি চাইলেই প্রফেশনাল মোড অন করে সেখান থেকে টাকা কামানোর একটি সুযোগ পেয়ে যেতে পারেন। এছাড়া বিভিন্ন সময় আমরা এখন দেখতে পাই যে অনেকেই জিজ্ঞেস করেন ফেসবুকের মেসেজ করার অপশন ডিলিট হয়ে গেছে।
কেউ যদি আপনাকে মেসেজ করতে চায় তাহলে আপনার প্রোফাইলে বা পেইজে মেসেজ করার জন্য অপশনটি পাওয়া যাচ্ছে না। অথবা ইচ্ছে করেই ফেসবুক পেইজ অথবা প্রোফাইল থেকে এসএমএস করার অপশনটি ডিলিট করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। আমরা চেষ্টা করেছি সঠিক ভাবে আপনাদের সামনে নিয়ম গুলো তুলে ধরার জন্য।
ফেসবুক প্রফাইলে মেসেজ অপশন অন অফ করার উপায়
ফেসবুক প্রোফাইল এ এসএমএস করার অপশন বন্ধ অথবা চালু করতে চাইলে আমাদের পোস্টের এই অংশে চোখ রাখুন। আমরা অনেক সময়েই গুলিয়ে ফেলি যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল কোনটিতে সমস্যা হয়েছে। তাই প্রথমে শিওর হয়ে নিন যে আপনার ফেসবুক প্রোফাইলে সমস্যা হয়েছে কিনা। ফেসবুক প্রোফাইল এ মেসেজ করার অপশন অন অথবা অফ করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১ম উপায়
- প্রফাইলের মেসেজ অপশন অন অফ করতে চাইলে একটি মাধ্যম হচ্ছে বয়স কমানো।
- আপনার বয়স এডিট করে ১৮ বছরের কম করে দিন তাহলে মেসেজ অপশন অফ হয়ে যাবে।
- একইভাবে বয়স ১৮ বছরের বেশি করে দিলে মেসেজ অপশন অন হয়ে যাবে।
২য় উপায়
- উপরোক্ত পন্থাটি পছন্দ না হলে আপনি আরেকটি উপায় অবলম্বন করতে পারেন।
- মেসেঞ্জার এ প্রবেশ করে প্রফাইল এ ক্লিক করুন।
- মেন্যু বার থেকে Privacy অপশনে প্রবেশ করুন।
- সেখান থেকে Message Delivery অপশনটি ক্লিক করুন।
- এবার আপনি পছন্দ মতো কে কে মেসেজ দিতে পারবে অথবা দিতে পারবে না সেটি সিলেক্ট করুন।
- প্রত্যেকটা ফ্রেন্ড এর ধরণ অনুযায়ী আপনি ৩ টি অপশন পাবেন।
- সেগুলো হলো সরাসরি Chats, Message Request & Don’t Receive Request.
- এগুলো থেকে পছন্দমতো অপশন সাজিয়ে নিন।
ফেসবুক পেইজে মেসেজ অপশন অন অফ করার উপায়
ফেসবুক পেইজ এ আপনি যদি এসএমএস এর অপশন অন অথবা অফ করতে চান তাহলে নিচের দিকনির্দেশনা গুলি আপনার কাজে লাগবে। প্রথমত লক্ষ করুন যে আপনার ফেসবুক পেইজে এসএমএস অফ হয়েছে নাকি প্রোফাইলে অফ হয়েছে। অনেক সময় আমরা এটি গুলিয়ে ফেলি। তাই আপনার ফেসবুক প্রোফাইলের মেসেজ অপশন চালু অথবা বন্ধ করতে হলে এই ধাপগুলো আপনার জন্য প্রযোজ্য। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- শুরুতেই আপনার পেইজ এ প্রবেশ করুন।
- উপরে সেটিং বাটনে ক্লিক করে সেটিং এ প্রবেশ করুন।
- সেটিং এ গিয়ে জেনারেল অপশনে প্রবেশ করুন।
- জেনারেল অপশন থেকে আপনি মেসেজ অপশন দেখতে পাবেন, সেখানে প্রেস করুন।
- মেসেজ অপশনে গিয়ে আপনি অন অথবা অফ করার সুযোগ পাবেন।
- পছন্দের অপশনটি সিলেক্ট করে সেভ করুন।
- তাহলেই আপনার কাজ শেষ।
উপরোক্ত নিয়মগুলি অনুসরণ করে আপনি সহজেই আপনার ফেসবুকে মেসেজ অপশন অন অথবা অফ করতে পারেন। আমরা চেষ্টা করেছি ফেসবুকে মেসেজ অপশন অন অথবা অফ করার সকল পদ্ধতি গুলো উল্লেখ করা। আমাদের এই পেইজে আপনি সকল নিয়মগুলো দেখতে পাবেন। এছাড়া ফেসবুকে অন্য কোন ভাবে মেসেজ অপশন অন অথবা অফ করার সুযোগ নেই। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়ে গেছেন। এছাড়া এই সম্পর্কিত আরো কোন প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেয়ার জন্য।
আরো দেখুনঃ
ফেসবুক পেইজ খোলার নিয়ম- অফিশিয়াল ফেসবুক পেইজ খুলুন
উপায় একাউন্ট খোলার নিয়ম -৫৫ টাকা বোনাস সহ
অনলাইনে ভোটার সিরিয়াল নাম্বার দেখার নিয়ম এবং বিস্তারিত
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ২০২২