স্যামসাং এর নতুন একটি স্মার্টফোন যেটি রাতারাতি মার্কেট এ সাড়া ফেলে দিয়েছে তার নাম হচ্ছে Samsung s22 Ultra। ফোনটির ড্যাশিং ডিজাইন আর গর্জিয়াস লুক সবার মন কেড়েছে। স্মার্টফোন লাভার যারা রয়েছেন তাদের নতুন ক্রাশ হচ্ছে Samsung s22 Ultra । নিচে এই ফোন সম্পর্কে রইলো বিস্তারিত তথ্য।
Samsung s22 Ultra ফোনটি রয়েছে কয়েকটি ভ্যারিয়েন্ট এ। এর মধ্য ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ মডেলটির বাজার মূল্য ১লক্ষ ৫৯ হাজার ৯৯৯ টাকা। উক্ত ফোনটি রিলিজ হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ এ। মডেলটি বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট থাকায় কম বাজেট যাদের রয়েছে তাদের চিন্তার কিছু নেই। স্পেসিফিকেশন দেখতে নিচে স্ক্রল করুন।
Samsung s22 Ultra ফোনটিতে রয়েছে ৫ জি গতির ইন্টারনেট সুবিধা। যা আপনাকে দেবে নতুন এক এক্সপিরিয়েন্স। দুটি সিম ব্যাবহার করতে পারবেন এই ফোনে। দুটি সিমই ই-সিম ব্যাবহারের সুবিধা। অর্থাৎ নতুন যুগের ই-সিম ব্যাবহার করা যাবে ফোনটিতে। এছাড়া অন্যান্য স্মার্টফোনের যত লেটেস্ট সেন্সর সমূহ থাকে সেগুলো তো থাকছেই।
Samsung s22 Ultra ফোনটি ডিজাইন করা হয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে দ্বারা। এতে রয়েছে বিশাল ৬.৮ ইঞ্চি ডিসপ্লে এবং এর রেজুলেশন কোয়াড এইচডি। ফোনটিতে ওয়াটারপ্রুফ সুবিধা রয়েছে, পানির দের মিটার নিচ পর্যন্ত আধা ঘন্টা পর্যন্ত ওয়াটারপ্রুফ সুবিধা পাবেন এতে। এছাড়া এলুমিনিয়াম এর বডি পার্ট এবং স্ক্রেচ লেস বডি রয়েছে এই ফোনে। ফোনটির ওজন ২২৮ গ্রাম।
স্যামসাং এই ফোনটিতে দিয়েছে ১০৮+১০+১০+১২ মেগা পিক্সেল কোয়াড ক্যামেরা এবং সাথে লেটেস্ট যত সেন্সর তা তো থাকছেই। পেছনের ক্যামেরা দ্বারা আপনি চাইলে ৮ কে পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া সামনে রয়েছে ৪০ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সাথে ডুয়াল ভিডিও কল সিস্টেম। সামনের ক্যামেরা দিয়ে ৪ কে পর্যন্ত মানের ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
পাওয়ার সেকশনে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার পার-আওয়ার শক্তিশালী ব্যাটারি। চার্জার রয়েছে ৪৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া ৪.৫ ওয়াট এর রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকছে এটিতে। এতে ব্যাভার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি যা দীর্ঘক্ষণ ব্যাকাপ দিতে সক্ষম।
Samsung s22 Ultra ফোনটিতে ব্যাবহার করা হয়েছে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন চিপসেট। অকটা কোর প্রসেসর আপ টু ৩.০ গিগা হার্টয। র্যাম পাচ্ছেন ১২ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়া ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্টাইলিশ পেন সাপোর্টেড। সব মিলিয়ে ফোনটি দুর্দান্ত একটি গ্যাজেট। তাই এটি ব্যাবহার করে নতুন একটি এক্সপিরিয়েন্স লাভ করা যেব আশা করি।
See:
নাথিং ফোন প্রাইস ইন বাংলাদেশ – Nothing Phone 1 এর দাম
Oppo A57 5G এর দাম এবং স্পেসিফিকেশন বিস্তারিত