গুগল ম্যাপে নিজের ঠিকানা ডিলেট করবেন যেভাবে। গুগল ম্যাপ এ আমরা অনেকেই সখ করে নিজের ঠিকানা বসাই। অনেকেই নিজের এড্রেস দিয়ে দেই সাথে ছবিও আপলোড করে বসিয়ে দেই। কিন্তু এসবের জন্য আপনার মেইল আসতেই থাকে। আপনার লোকেশন অনুযায়ী যারা ভিজিট করবে তাদের প্রত্যেকের জন্য মেইল চলে আসবে। এসব ঝামেলা মনে করেন অনেকেই। তাই আমাদের এখানে আজকে দেয়া হলো কীভাবে এই ম্যাপ থেকে নিজের দেয়া তথ্য রিমুভ করবেন। গুগল বিজনেস একাউন্ট আর গুগল ম্যাপে লোকেশন আপডেট দেয়া একই কথা। লোকেশনে কিছু সেট করা মানেই সেখানে আপনার বিজনেস শুরু করা। যাই হোক আমাদের এখানে এটি রিমুভ করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করা হলো।
গুগল ম্যাপে নিজের ঠিকানা ডিলেট করবেন যেভাবে
গুগল ম্যাপ এ অনেকেই নিজের ঠিকানা বসিয়ে বিপাকে পড়েন। কারণ প্রথমত শখ করে বসালেও পরে অনেকেই এটি নিয়ে অনাগ্রহীতা প্রকাশ করে থাকেন। যদিও এটি সংখ্যায় খুভ কম মানুষ। তারপরেও এটি নিয়ে অনলাইনে তেমন দিকনির্দেশনা না থাকায় আমরা চেস্টা করলাম আপনাদের জন্য কিছু নির্দেশনা প্রদান করার। গুগল ম্যাপ এখন আমাদের প্রত্যেকের দৈনন্দিন প্রয়োজনের সাথী। কোন একটি অপরিচিত নতুন জায়গায় গেলে এর কদর আমাদের কাছে অতুলনীয়। বর্তমানে দিন যাচ্ছে আর এর ব্যাবহার জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের পোস্টের নিচের অংশে গুগল বিজনেস একাউন্ট রিমুভ করার দিকনির্দেশনা দেয়া হয়েছে। মূলত বিজনেস একাউন্ট ই হচ্ছে এই লোকেশন সিস্টেম। নিজের ঠিকানা রিমুভ করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- গুগল ম্যাপ এ প্রবেশ করুন।
- যে লোকেশন টি রিমুভ করতে চান সেটি সিলেক্ট করুন।
- সেই লোকেশন সম্পর্কে বিস্তারিত আসলে সেখান থেকে Suggest an Edit এ প্রবেশ করুন।
- এবার দুটি অপশন পাবেন Change name or other details এবং Close or remove.
- প্রথম অপশন থেকে আপনি তথ্য সংশোধন করতে পারবেন এবং দ্বিতীয় অপশন এ গিয়ে ডিলেট করতে পারবেন।
- Close or remove অপশন এ গিয়ে রিমুভের কারণ উল্লেখ করে আবেদন সম্পন্ন করুন।
- তারা বিষয়টি ভেরিফাই করে এটি রিমুভ করে দিবে।
গুগল ম্যাপ থেকে বিজনেস একাউন্ট ডিলেট
গুগল ম্যাপ থেকে বিজনেস একাউন্ট ডিলেট করা অনেকের কাছেই জটিল একটি বিষয়। তবে সামান্য কিছু দিকনর্দেশনা ফলো করে আপনি নিজেই এই তথ্য মুছে ফেলতে পারেন। আমরা যখন গুগপ্ল ম্যাপে নিজের লোকেশন এড করি তখন অটোমেটিক বিজনেস একাউন্ট ক্রিয়েট হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তখন এটি থেকে বিভিন্ন নোটিফিকেশন ইমেইল আসতে থাকে। তাই নিচের কিছু ধাপ ফলো করে বিজনেস একাউন্ট রিমূভ করতে পারেন সহজেই।
- Business.Google.Com এই সাইটে প্রবেশ করুন আপনার ব্রাইজার দিয়ে।
- সাইন ইন ক্লিক করলে অটোমেটিক সাইন ইন হয়ে যাবেন।
- মেন্যু বার থেকে Info তে ক্লিক করুন।
- সেখান থেকে Remove Listing অপশনটি খুজে বের করে ক্লিক করুন।
- কনফার্ম করলেই আপনার গুগল বিজনেস একাউন্ট টি ডিলেট হয়ে যাবে।
শেষ কথাঃ
আশা করি উক্ত পোস্ট থেকে আপনারা গুগল ম্যাপ সম্পর্কে কিছু ধারণা পেয়ে গেছেন। এভাবে রিমূভ করলে তারা কিছুদিন সেটি ভেরিফাই করবে এবং তারপর অটোমেটিক রিমূভ হয়ে যাবে আশা করি। এছাড়া আরো কোন তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।
আরো দেখুনঃ
পুরোনো ফোন দিয়ে সিসি ক্যামেরা বানানোর নিয়ম
হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট খোলার নিয়ম এবং সুবিধাসমূহ
গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করার নিয়ম
গুগল একাউন্ট খোলার নিয়ম ২০২২।ফোন নাম্বার ছাড়া গুগল অ্যাকাউন্ট তৈরি করুন