কাতার বিশ্বকাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল 2023

Qatar World Cup qualifiers points table

সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শেষ হয়েছে। বাছাইপর্বের পয়েন্ট টেবিল অনুসারে 32 দল ফাইনাল করা হয়েছে। অবশেষে এই 32 দল এর লিস্ট এখন আমরা দেখতে পারবো। বাছাইপর্বের পয়েন্ট টেবিল দেখতে হলে নিচে স্ক্রল করুন।

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল দেখতে চাইলে আমাদের পোস্টে ভালোভাবে লক্ষ্য করুন। আমরা চেষ্টা করেছি সকল দলের পয়েন্ট টেবিল আকারে উপস্থাপন করার জন্য। বর্তমানে এটি সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। তাই আমাদের পোস্টে বাছাইপর্বের পয়েন্ট টেবিল তুলে ধরা হলো।

আসন্ন ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে এটি আমরা সকলেই জানি। আগামী 21 নভেম্বর পৃথিবীর অন্যতম এই ফুটবল আসর অনুষ্ঠিত হতে চলেছে। তাই সারা বিশ্বব্যাপী এ নিয়ে নতুন উন্মাদনা আসতে চলেছে। ইতিমধ্যেই বাছাই পর্ব সম্পন্ন হয়ে গেছে। বাছাইপর্বের পয়েন্ট টেবিল সবচেয়ে উপরে রয়েছে ব্রাজিল। তারপর স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং অন্যান্য দলসমূহ।

কাতার বিশ্বকাপের মূল পর্বের আট গ্রুপ এর ৩২ দল 

Group A: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।

Group B: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।

Group C: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।

Group D: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।

Group E: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।

Group F: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।

Group G: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।

Group H: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল আকারে দেখতে হলে আমাদের পোষ্টে লক্ষ্য করুন। অনলাইনে সর্বশেষ আপডেট অনুযায়ী পয়েন্ট টেবিল আমাদের এখানে দেয়া হবে। তাই পরবর্তী আপডেট পেতে আমাদের সাইটে ফলো করুন। আমরা চেষ্টা করব বিশ্বকাপ ফুটবল এর তাৎক্ষণিক আপডেটসমূহ আমাদের সাইটে উপস্থাপন করার।

world cup qualification round point

আশা করি আমাদের পোস্টে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিল দেখতে পেয়েছেন। আমরা চেষ্টা করেছি সময় উপযোগী অনলাইন তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার। যেটুকু তথ্য অনলাইনে বর্তমানে এভেলেবেল রয়েছে সেটুকু আমরা খুঁজে আনার চেষ্টা করেছি। তাই এ বিষয়ে আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব পরবর্তী আপডেট তাৎক্ষণিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার।

দেখুনঃ

কাতার বিশ্বকাপ এ ব্রাজিলের ম্যাচ শিডিউল চেক করুন

কাতার বিশ্বকাপ এ আর্জেন্টিনার খেলা কবে দেখে নিন

About Aria Smith

Hi, I'm Aria Smith. I am an Engineer. I like to Write blogs very much & may it be on multiple niches. On this site, we exposed every single moment earnings of popular persons.

View all posts by Aria Smith →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *