টেকনোলজি রিলেটেড আজকের এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। ডিজিটাল এই যুগে আমরা কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকে। স্মার্টফোন এর এই সময়ে আমরা অনেকেই ইতিমধ্য বেশ কয়েক মডেলের স্মার্টফোন ব্যবহার করে ফেলেছি। স্মার্টফোনের রয়েছে নানাবিদ ব্যবহার। আমরা কেউই পরিপূর্ণভাবে একটি স্মার্টফোন ব্যবহার করতে পারেনা। কারণ একটি স্মার্টফোনের দ্বারা হাজারো কাজ করা সম্ভব যেগুলো আমরা প্রায়শই জানিই না।
ইতি স্মার্ট ফোন দিয়ে আপনি নানারকম কাজ করতে পারেন। আপনার হাতের মোবাইলটি যখন ভালো রয়েছে তখন সেটি আপনি ব্যবহার করেন। কিন্তু স্মার্টফোনটি যখন পুরনো হয়ে যায় তখন আমরা অনেকেই এটি গুরুত্বের সাথে দেখি না। পুরনো মোবাইলটি আমরা ফেলে দেই কিম্বা বাসার ড্রয়ারে রেখে দেই। আপনি জানলে অবাক হবেন যে কোন স্মার্টফোন দিয়ে বেশ কিছু ট্রিক্স আপনি ইউজ করতে পারেন যেগুলো সচরাচর কেউ জানে না। আমাদের আজকের পোস্টে আপনাদের বিস্তারিত তুলে ধরব যে একটি পুরনো স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন।
সাধারণত একটি মোবাইল ফোন পুরনো হলে সেটি আমরা ব্যবহার করি না। আপনার বাসার পুরনো মোবাইলটি বিভিন্ন কারনেই নষ্ট হয়ে থাকতে পারে। তবে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরাগুলো ভালো থাকে। ছোটখাটো কিছু কারণেই আমরা মোবাইল চেঞ্জ করে নিই। সামান্য কিছু ট্রিক্স অবলম্বন করে আপনার এই পুরনো ফোনটি বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। তবে এখানে উল্লেখ করা হলো কিভাবে ফোনটি আপনি সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন।
নষ্ট ফোন দিয়ে সিসি ক্যামেরা বানিয়ে নিন সহজেই
আপনার বাসায় পড়ে থাকা নষ্ট স্মার্টফোনটি দিয়ে আপনি সহজেই একটি সিসি ক্যামেরা তৈরি করতে পারেন। কিভাবে এই সিসি ক্যামেরা বানাবেন সেটি নিম্নে ধাপে ধাপে উল্লেখ করা হলো। আপনার ফোনে যদি কোন সমস্যা থাকে তাহলে নিম্ন প্রদত্ত কাজগুলি করা গেলে সেই নষ্ট ফোন দিয়েও আপনি সিসি ক্যামেরা বানাতে পারবেন। অর্থাৎ নিম্নে যে ধাপগুলোর কথা উল্লেখ করা হলো সেগুলো করা সম্ভব হলেই কেবল সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার নষ্ট ফোনটি নির্ধারিত জায়গায় রেখে দেবেন এবং আপনার হাতের ভালো স্মার্টফোন দিয়ে সরাসরি ফুটেজ দেখতে পারবেন।
মোবাইল দিয়ে সিসি ক্যামেরা বানাতে হলে নিচের অ্যাপটি ডাউনলোড করুন এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।
IP Webcam
- এপটি ইন্সটল করুন আপনার পুরনো ফোন এ।
- এবার আপনার পুরনো ফোন এবং যে ডিভাইস দিয়ে ফুটেজ দেখবেন সেটি একই ওয়াইফাই এ কানেক্ট করুন।
- পুরনো ফোনে এপ এ প্রবেশ করে Menue থেকে Start Server এ প্রবেশ করুন।
- এবার ফোনটিতে ভিডিও মুড চলে আসবে।
- ডিসপ্লে থেকে URL কালেক্ট করুন নির্ভূলভাবে।
- আপনি যে ডিভাইস থেকে পর্যবেক্ষন করতে চাচ্ছেন সেখানে উক্ত URL টি কোন ব্রাউজার এর মাধ্যমে ওপেন করুন।
- ওপেন হতে সমস্যা হলে ক্রোম ব্রাউজার এর অপশন থেকে ডেক্সটপ মুড অন করে নিন।
- লিঙ্ক ওপেন হলেই আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন।
- Video renderer থেকে Browser মুড ওপেন করলেই আপনি ভিডিও ফুটেজ দেখতে পাবেন।
- এবার আপনার পুরনো ফোন টি মিনিমাইজ করে দিসপ্লে লক করে যায়গা মতো সেট করে রাখুন।
- এবং দূর থেকে অন্য ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণ করুন।
আইপি ওয়েবক্যাম এর সুবিধা সমূহ
- ওয়াইফাই ইন্টারনেট না থাকলেও একই রাউটারের ক্ষেত্রে ভিডিও ফুটেজ লাইভ দেখতে পাবেন।
- সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন।
- টু ওয়ে অডিও সুবিধা।
- ইচ্ছে মতো যুম ইন এবং আউট করে নিতে পারবেন।
- ফুটেজ ক্রপ করে কেটে নির্দিষ্ট অংশ দেখতে পারবেন।
- স্ট্রিম কোয়ালিটি কমানো বাড়াতে পারবেন।
- ক্যামেরা সামনে অথবা পেছনে পরিবর্তন করতে পারবেন।
- ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবেন।
- এছাড়া মোশন ডিটেকশন, নাইট ভিশন, ফোকাস ফটো, সাধারণ ছবি এবং ভিডিও স্টোর করা সহ বিভিন্ন সুবিধা আপনি পাচ্ছেই এই এপ এর মাধ্যমে।
আমরা চেস্টা করেছি আইপি ওয়েবক্যাম সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরার জন্য। আসলে পুরনো মোবাইল দিয়ে অনেক ভাবেই আপনি সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন। কিন্তু আমাদের এখানে বেস্ট একটি উপায় তুলে ধরা হয়েছে। এটি একদম সহজ এবং বিশ্বস্ত। তাই আপনি নির্দিধায় এটি ব্যাবহার করতে পারবেন। এছাড়া আপনাদের কো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য।
আরো দেখুনঃ
গুগল এডসেন্স থেকে আয় করার উপায়- প্রতিদিন ১ হাজার টাকা আয় করুন
যেকোনো সিম ই-সিমে পরিবর্তন করার নিয়ম
হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট খোলার নিয়ম এবং সুবিধাসমূহ
গুগল ম্যাপে নিজের ঠিকানা ডিলেট করবেন যেভাবে
গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করার নিয়ম
গুগল একাউন্ট খোলার নিয়ম ২০২২।ফোন নাম্বার ছাড়া গুগল অ্যাকাউন্ট তৈরি করুন