OPPO F21 Pro 5G এর দাম এবং বিস্তারিত দেখে নিন

OPPO F21 Pro 5G

সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের ওয়েবসাইটের প্রথম পোস্ট শুরু করছি। শুরুতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি OPPO 5G একটি স্মার্টফোন এর বিস্তারিত তথ্য। সম্প্রতি রিলিজ হওয়া সবচেয়ে বেশি জনপ্রিয় স্মার্টফোন গুলোর মধ্যে OPPO F21 অন্যতম।

OPPO F21 Pro ফোনটির 4G ভার্সন এর আগে রিলিজ হয়েছিল। কিন্তু সম্প্রতি এর 5G ভার্সন রিলিজ হওয়ার পর এর জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে। স্মার্টফোন লাভার যারা রয়েছেন তাদের জন্য এটি পছন্দের শীর্ষে রয়েছে। আমাদের আজকের আর্টিকেলে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

OPPO F21 Pro ফোনটির ওজন 173গ্রাম এবং এর ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চি। এর ডিসপ্লে রেজ্যুলেশন রয়েছে ফুল এইচ ডি 1080×2400 পিক্সেল। এতে দেয়া হয়েছে এমল্ড টাচস্ক্রিন।  এছাড়া ডিসপ্লে প্রটেকশনে ব্যাবহার করা হয়েছে Schott Xensation গ্লাস।

OPPO F21 Pro 5G ফোনের ক্যামেরা সেকশনে ব্যাবহার করা হয়েছে  64+2+2 Megapixel এর ত্রিপল ক্যামেরা এবং সামনে রয়েছে  16 Megapixel ফ্রন্ট ক্যামেরা। উভয় পাশেই আপনি চাইলে ফুল এইচডি 1080p কোয়ালিটি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মাইন ক্যামেরা ডিজাইন করা হয়েছে স্টাইলিশ ভাবে এবং সাথে রয়েছে এক্সট্রা ব্রাইট এলইডি ফ্ল্যাশ লাইট।

এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে  Android 12. রয়েছে Qualcomm Snapdragon 695 5G (6 nm) চিপসেট এবং Octa core, up to 2.2 GHz প্রসেসর। এছাড়া স্টোরেজ সেকশনে রয়েছে  8 জিবি র‍্যাম এবং 128 (UFS 2.2) জিবি ফোন স্টোরেজ। এটি ডিজাইন করা হয়েছে Lithium-polymer 4500 mAh শক্তিশালী ব্যাটারি দিয়ে এবং আপনি চাইলে এটি 33W Fast Charging সুবিধা উপভোগ করতে পারেন।

OPPO F21 Pro 5G ফোনটির দাম 37,990 টাকা ধরা হয়েছে। ফোনটি মিডেল রেঞ্জের মধ্য অন্যতম সেড়া একটি স্মার্টফোন। এর রিভিও যথেষ্ট ভালো এবং আপনি চাইলে এটি ব্যাবহার করে দেখতে পারেন নিশ্চিন্তে। শক্তিশালী সব ফিচার এর পাশা পাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই। তো আশা করি এটি ব্যাবহার করে আপনি নতুন একটি এক্সপিরিয়েন্স ইনজয় করতে পারবেন।

About Aria Smith

Hi, I'm Aria Smith. I am an Engineer. I like to Write blogs very much & may it be on multiple niches. On this site, we exposed every single moment earnings of popular persons.

View all posts by Aria Smith →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *