সকল মেম্বার পদপ্রার্থী ক্যান্ডিডেট দের প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। আসন্ন এই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রামে এলাকায় মহল্লায় অন্যতম জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। -Member Parthi Status
এসময় মেম্বার পদপ্রার্থী এবং চেয়ারম্যান পদপ্রার্থী দের স্বরাগম ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। জনগণের দ্বার প্রান্তে গিয়ে তাদের দোয়া এবং কুশল বিনিময় করে থাকেন। পূর্বের স্মৃতি কিছুটা আপডেট হয়ে এখন মানুষ অনলাইনেও প্রচার-প্রসার করে থাকেন। মেম্বার এবং চেয়ারম্যান পদপ্রার্থী অনেকেই অনলাইনে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে নিজের কার্যবিবরণী সবার সাথে শেয়ার করেন।
ডিজিটাল এই যুগে অনলাইন ভিত্তিক নির্বাচনী প্রচার প্রচারণা অনেকেই পছন্দ করেন। যুব সমাজকে আকৃষ্ট করতে ভালো কিছু স্ট্যাটাস বিভিন্ন ক্যান্ডিডেট অনলাইনে দিয়ে থাকেন।
তাই তাদের জন্য আমাদের আজকের পোষ্টে রয়েছে বিশেষ কিছু মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস। আপনারা চাইলে এখান থেকে দুটি লাইন নিয়ে নিজের ফেসবুকে শেয়ার করতে পারেন। এছাড়া নিজের বক্তৃতার মধ্য অথবা স্লোগান হিসেবে পছন্দের যে কোন লাইন ব্যবহার করতে পারেন।
আমরা চেষ্টা করেছি নির্বাচনী প্রচারণার জন্য মেম্বার পদপ্রার্থী দের বিশেষ কিছু স্ট্যাটাস উল্লেখ করার। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে এসব স্ট্যাটাস। পছন্দের লাইন টি পেতে হলে অবশ্যই সম্পন্ন পোস্ট ভালোভাবে লক্ষ্য করুন। এসব লাইন অনলাইন হতে সংগৃহীত।
“যদি তোমার কাজ
অন্যদের স্বপ্ন দেখতে,শিখতে এবং বড় কিছু হতে উৎসাহিত করে
তবে তুমি দারুন একজন নেতা”
“ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে
ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি”
“একজন সত্যিকার নেতা তার কথায় বিনীত,
কিন্তু কাজে আক্রমণাত্মক”
“একটি সুস্থ গণতন্ত্র এর জন্য দরকার একটি শালীন সমাজ
আমাদেরকে সম্মানজনক, উদার, সহনশীল এবং শ্রদ্ধাশীল হওয়াও দরকার”
“কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসেনা,
বিপ্লবের তলোয়ার ধার পায় বৈপ্লবিক চিন্তাশক্তিতে”
“এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”
মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস হিসেবে এখান থেকে কিনে নিতে পারেন। এসব স্ট্যাটাস ব্যবহারের ফলে আপনার গুরুত্ব এলাকাবাসীর কাছে আরো বেড়ে যাবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস সমূহ ব্যবহার করুন। সকলে মিলে মিশে একসাথে একটি সুন্দর ওয়ার্ড গড়ে তুলুন।
আরো দেখুনঃ