ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেসিং এবং যাবতীয় বিস্তারিত খরচ সহ

indian visa processing

বাংলাদেশ থেকে দেশের বাইরে সবচেয়ে বেশি মানুষ যেখানে যায় সেটি হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে মানুষ ইন্ডিয়া গিয়ে থাকে। এসব কারণের মধ্যে ভ্রমণ মেডিকেল বিজনেস এবং স্টুডেন্ট ভিসা বেশি। তো এসব যেকোনো একটি কারণের জন্য হলেও ইন্ডিয়া যেতে চাইলে আপনাকে অবশ্যই ভিসা আবেদন করতে হবে। ভিসা ছাড়া আপনি কোনোভাবেই ইন্ডিয়া যেতে পারবেন না।

তো অনেকেই ভাবেন দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে হলে ভিসা প্রসেসিং অত্যন্ত জটিল একটি বিষয়। কিন্তু না, বর্তমানে ডিজিটাল যুগে যে কোন দেশের ভিসা প্রসেসিং অত্যন্ত সহজ এবং দ্রুত সময়ে সম্পন্ন করা যায় অনলাইনের মাধ্যমে। আমাদের আজকের পোস্টে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ইন্ডিয়ান ভিসা পেতে হলে আপনাকে এখন দালাল বা কনসালটেন্সি ধরতে হবে না। সামান্য কিছু দিক নির্দেশনা মেনে আপনি নিজেই ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার দালালকে কোন টাকা দিতে হবে না। তো আমাদের পোস্টে আজকের দেখানো হবে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন।

ইন্ডিয়ান ভিসা পেতে হলে প্রথমেই আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন ফরম টি অনলাইন এ পূরণ করতে হবে। তো আবেদন ফরম রেডি করার জন্য আপনাকে একটি ওয়েব সাইট এ প্রবেশ করতে হবে।

প্রথমেই ivacbd.com এই ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রবেশ করেই বাম পাশে মেনুবার থেকে online Visa Application অপশনে প্রবেশ করুন। এবার সেখান থেকে Online Visa Application Form এ ক্লিক করে ভেতরে প্রবেশ করুন ।

মেনুবার থেকে Online Visa Application এ প্রবেশ করুন। এবার আপনার সামনে একটি Form আসবে। সেখানে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং continue-তে ক্লিক করুন। এখানে উল্লেখ্য যে বেশ কিছু তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে। লাল স্টার চিহ্নিত খালি ঘরগুলো অবশ্যই পূরণ করুন। প্রত্যেকবার আপনার তথ্য সঠিকভাবে বসিয়ে Save & Continue তে ক্লিক করুন। শেষের ধাপে আপনার একটি ২×২ পিক্সেল এর সাদা ব্যকগ্রাউন্ড এর ছবি আপলোড দিন।

সব ধাপ সঠিকভাবে সম্পন্ন করার পরে সবশেষে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম টি দেখতে পাবেন। উক্ত পেজটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এটিই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এবার অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে আপনার অন্যান্য ডকুমেন্টস যুক্ত করে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার জমা দিলে আশা করা যায় আপনি ভিসা পেয়ে যাবেন। যে সব ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে তা নিচে উপস্থাপন করা হল।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে তা হল ভিসা আবেদন এর মূল কপি ইতিমধ্যেই আমরা বলে দিয়েছি আবেদন করার নিয়ম। সেখানে আপনার ছবি এবং স্বাক্ষরযুক্ত করুন। অবশ্যই আপনার পাসপোর্ট যথেষ্ট মেয়াদ সরকারে থাকতে হবে। ডকুমেন্ট এর সাথে পাসপোর্ট যুক্ত করুন। এবার আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন পত্র এর ফটোকপি যুক্ত করুন। এরপর আপনার ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, অথবা পানি যেকোনো বিলের ফটোকপি যেটি গত তিন মাসের মধ্যে পরিশোধ করা হয়েছে, যুক্ত করুন। আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যেখানে 15 থেকে 20 হাজার টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকলে ভালো হয়।

তারপর আপনি কি করেন বা পেশা নিশ্চিত করে এরকম একটি ডকুমেন্ট যুক্ত করুন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আইডি কার্ড, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেস রেজিস্ট্রেশন কার্ড, এছাড়া অন্যান্য পেশার প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস যুক্ত করুন। এছাড়া আপনার পাসপোর্ট এর একটি ফটোকপি ডকুমেন্টস এর সাথে যুক্ত করুন। উল্লেখ্য যে সমস্ত ডকুমেন্ট এর তথ্য একই থাকতে হবে। এরমধ্যে কোন গরমিল বা ঝামেলা থাকা চলবে না। সব ঠিক থাকলে আপনি টুরিস্ট ভিসা পেয়ে যাবেন আশা করি।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে আপনাকে খরচ করতে হবে আপনি কত দিন থাকবেন তার উপরে। যেমন ৩০ দিনের হলে ডাবল এন্ট্রির ক্ষেত্রে লাগবে ১২৭৫ টাকা এবং ৯০ দিনের একক প্রবেশের ক্ষেত্রে লাগবে একই পরিমান টাকা। সময়ের সাথে এর পরিমাণ কম বেশি হতে পারে। সেটি ভিসা প্রসেসিং সেন্টার এ গেলেই সঠিক তথ্য পেয়ে যাবেন আশা করি।

সমস্ত ডকুমেন্ট একসাথে পিনাপ করে আপনি ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার এ জমা দিন। এক্ষেত্রে কোন দালাল ধরতে হবে না আপনাকে। নিজেই গিয়ে আপনার আবেদনটি জমা দিন। আপনার সব তথ্য ঠিক থাকলে আপনি ভিসা সহজেই পেয়ে যাবেন। অন্তত ৭ থেকে ১৪ দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনাদের ইন্ডিয়ান ভিসা।

About Aria Smith

Hi, I'm Aria Smith. I am an Engineer. I like to Write blogs very much & may it be on multiple niches. On this site, we exposed every single moment earnings of popular persons.

View all posts by Aria Smith →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *