গুগল প্লে স্টোরে কিভাবে টাকা রিচার্জ করবেন। বাংলাদেশ থেকে আমাদের জন্য গুগল প্লে স্টোরে টাকা রিচার্জ করা খুবই জটিল একটি বিষয়। কারণ যে সমস্ত আন্তর্জাতিক কার্ড এর প্রয়োজন হয় সেসব আমাদের কাছে তেমন একটি এভেলেবেল না। ভিসা কার্ড মাস্টার কার্ড এবং ক্রেডিট কার্ড এসব যে কেউ ব্যবহার করতে পারেনা। তবে অনলাইনে বিভিন্ন শর্টকাট টেকনিক রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি ভার্চুয়াল রিডিম কোড ব্যবহার করে সহজেই টাকা দিয়ে ডলার কিনে সেই ডলার দিয়ে প্লেস্টোর এর রিচার্জ করতে পারবেন। আমাদের আজকের পোস্টে সে রকমই একটি টেকনিক উপস্থাপন করা হলো।
বিকাশে গুগল প্লে স্টোরে টাকা রিচার্জ করার নিয়ম
আপনি যদি বিকাশের মাধ্যমে গুগল প্লে স্টোরে কোন পেইড অ্যাপ কিনতে চান তাহলে আপনাকে কিছু ট্রিক্স ব্যবহার করতে হবে। কারণ সরাসরি বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন না। অন্যদিকে আমাদের সবার কাছে মাস্টার কার্ড এভেলেবেল নেই। সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে মাস্টার কার্ড বা ক্রিডেট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে বিকাশের মাধ্যমে প্লে স্টোর এ রিচার্জ করতে হলে আপনাকে কিছু বাড়তি কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যেখানে অনলাইন মাস্টার কার্ড পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে এমাজন পে এর মাধ্যমেও বিকাশ দিয়ে রিডিম কোড তোরি করে সেই কোড গুগল প্লে স্টোরে বসিয়ে রিচার্জ করতে পারবেন।
Pru Pal একটি অ্যাপ যেখানে আপনি বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন এবং ডলার হিসেবে সংরক্ষণ করতে পারবেন। সেই অ্যাপের মাধ্যমে খুব সহজভাবে আপনি গুগল প্লে স্টোর এ টাকা রিচার্জ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে Redeem কোড ব্যবহার করতে হবে। অর্থাৎ Pru Pal অ্যাপ এর মাধ্যমে সহজেই আপনি রিডিম পেইড কোড তৈরি করে সেই কোড দিয়ে প্লে স্টোরে রিচার্জ করতে পারবেন। নিচে দেখানো হলো কিভাবে Pru Pal এ টাকা রিচার্জ করবেন।
Pru pal এ টাকা দিয়ে ডলার কেনার নিয়ম
Pru Pal এ টাকা ডিপোজিট করতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। এ ধাপসমূহ অনুসরণ করে আপনি বিকাশ পেমেন্ট করে প্রপালে ডলার কিনতে পারবেন। পরবর্তীতে এই ডলার দিয়ে আপনি গুগল প্লে স্টোর এ রিসার্চ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন।
১. গুগল প্লে স্টোর অথবা অন্য কোন সাইট থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
২. থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে দায়ভার আপনার নিজের।
৩. একটি ইন্সটল করে আপনার রিয়েল জিমেইল একাউন্ট দ্বারা সুন্দর করে সাইন আপ করুন।
৪. সঠিক তথ্য দিয়ে এফ এর মাধ্যমে একাউন্ট করার পর এক ডলার বোনাস হিসেবে পেয়ে যাবেন।
৫. মেনুবার থেকে ডিপোজিট অপশন সিলেক্ট করুন।
৬. এখানে উল্লেখ্য যে Pru Pal থেকে ডিপোজিট করার সময় ডলার রেট ৯৫ টাকা ধরা হবে।
৭. ডিপোজিট এ প্রবেশ করার পর ৯৫ টাকা রেট এ দশমিক ছাড়া ডলার এমাউন্ট ফিক্সড করুন।
৮. Pay With Bkash এই প্রেস করে ব্রাউজার এ প্রবেশ করুন।
৯. সেখান থেকে অনলাইন পেমেন্ট এর বিকাশ গেটওয়ে দেখতে পাবেন।
১০. সেখান থেকে বিকাশ পেমেন্ট সম্পন্ন করে ইন ভয়েস নাম্বার পেয়ে যাবেন।
১১. এবার পুনরায় অ্যাপ এ প্রবেশ করে ইনভয়েস নাম্বার টি দিয়ে মেক পেমেন্ট সম্পন্ন করুন।
১২. এবার আপনি Pru Pal থেকে ২৫ ডলার চার্জ দিয়ে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন।
সেই কার্ড যুক্ত করে সহজেই গুগল প্লে স্টররে রিচার্জ করতে পারবেন।
সর্বোপরি একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কখনোই থার্ড পার্টি অ্যাপ পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। সব সময় গুগল প্লে স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ ব্যবহার করবার চেষ্টা করবেন। উপরোক্ত নিয়ম ব্যবহার করে আপনি সহজেই প্লে স্টোর থেকে অ্যাপ কিনতে পারবেন। তবে এছাড়া অন্য একটি বিশ্বস্ত মাধ্যম হচ্ছে Amazon Pay।
আমাজন এর মাধ্যমে আপনি একইভাবে বিকাশ দিয়ে আমাজন পে তে টাকা রিচার্জ করে রিডিম কোড তৈরি করে সেটি দিয়ে গুগল প্লে স্টোরে রিচার্জ করতে পারবেন। আপনি যদি সেই বিষয়ে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পরামর্শ দেয়ার জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো দেখুনঃ
- মেডিকেল রিপোর্ট চেক অনলাইন বাংলাদেশ
- ফেসবুকে মেসেজ অপশন অন অফ করার নিয়ম
- ফেসবুক পেইজ খোলার নিয়ম- অফিশিয়াল ফেসবুক পেইজ খুলুন
- অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম
- উপায় একাউন্ট খোলার নিয়ম -৫৫ টাকা বোনাস সহ
- অনলাইনে ভোটার সিরিয়াল নাম্বার দেখার নিয়ম এবং বিস্তারিত
- বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ২০২২
- ফেসবুক পেইজ খোলার নিয়ম- অফিশিয়াল ফেসবুক পেইজ খুলুন
- অনলাইনে ভোটার সিরিয়াল নাম্বার দেখার নিয়ম এবং বিস্তারিত