হাজী দের নিবন্ধন নাম্বার যাচাই এবং বর্তমান অবস্থান দেখার নিয়ম। আমাদের আজকের পোস্টে সম্মানিত হাজ্জীদের নিয়ে বিশেষ কিছু তথ্য উপস্থাপন করা হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সরকারি এবং বেসরকারিভাবে হজ্জ পালন করতে যায়। এসব মানুষের হজ্জ যাত্রা নিয়ে অনেক প্রশ্ন থাকে যার ফলে তাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। আমাদের আজকের পোস্টে তেমনি কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করা হয়েছে। আশা করি এসব তথ্য আপনাদের কাজে লাগবে। hajj pre registration status check
হজ্জ এর প্রি রেজিস্ট্রেশন বা প্রাক নিবন্ধন কী !
প্রাক নিবন্ধন হচ্ছে প্রি রেজিস্ট্রেশন এর বাংলা অর্থ, দুটির মানে একই। অনেকেই এটি নিয়েও কৌতুহল প্রকাশ করেন। যাই হোক এই পূর্ব রেজিস্ট্রেশন এর মানে হচ্ছে, ২০১৬ সালের পর থেকে যে কোন ব্যাক্তি সরকারি অথবা বেসরকারি যে কোন ভাবে হজ্জে যেতে চাইলে তাকে প্রথমেই সরকারের একটি লিস্টে নাম লিখাতে হবে বা রেজিস্ট্রেশন করে রাখতে হবে।
আপনি যদি কয়েক বছর পর হজ্জে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তাহলে আগেই এই রেজিস্ট্রেশন করে রাখাই উত্তম। এই লিস্টটি প্রতি বছর চেঞ্জ হয় না, বড়ং একি থাকে। তাই আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে হজ্জে যাওয়ার জন্য আগে চান্স পাবেন। প্রতি বছর হাজার হাজার মানুষ হজ্জের জন্য আবেদন করে থাকেন। কিন্তু সবাই তো আর সুযোগ পায় না।
তাই এই রেজিস্ট্রেশন বা লিস্ট এর ভিত্তিতে হজ্জ করার জন্য সুযোগ দেয়া হয়ে থাকে। এবার হয়তো বুঝতে পেরেছেন যে যত আগে রেজিস্ট্রেশন করবেন ততো আগেই আপনি সুযোগ পাবেন। এই রেজিস্ট্রেশন সম্পন্ন করলে আপনাকে একটি সিরিয়াল নাম্বার প্রদান করা হবে। যার সিরিয়াল যত আগের, তার হজ্জের কোটায় চান্স পাওয়ার সম্ভাবনা ততো বেশি। এছড়া এই সিরিয়াল নাম্বার দ্বারা আপনার যে কোন সময়ের অবস্থান জেনে নিতে পারবেন।
দেখুনঃ হজ্জের প্রি-রেজিস্ট্রেশন বা প্রাক-নিবন্ধন করবো কীভাবে?
প্রি-রেজিস্ট্রেশন বা প্রাক-বিবন্ধন করতে কি কি লাগে !
প্রাক নিবন্ধন প্রক্রিয়া
আপনি আপনার নির্ধারিত স্থানে প্রাক নিবন্ধন করার জন্য যেতে হবে। এসময় আপনাকে প্রয়োজনীয় অর্থ এবং প্রাপ্তবয়স্ক হলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা শিশু হলে জন্ম নিবন্ধন সনদ, প্রবাসী হলে পাসপোর্ট এবং মোবাইল নাম্বার সরবরাহ করতে হবে।
মহিলা হজ্জ যাত্রীদের জন্য মাহরাম অথবা অভিবাকদের যাতীয় পরিচয়পত্রের কপিও সরবরাহ করতে হবে। বলা বাহুল্য যে আপনি বছরের যে কোন সময়ে এই নিবন্ধন করতে পারবেন।
প্রাক নিবন্ধন সম্পন্ন হলে আপনি সাথে সাথেই একটি ট্র্যাকিং নাম্বার বা প্রাক নিবন্ধন নাম্বার পেয়ে যাবেন। এভাবে হজ্জের জন্য আপনি প্রথম ধাপটি সম্পন্ন করতে পারবেন। প্রাক নিবন্ধন সম্পন্ন হলেই হজ্জ সম্পর্কিত সকল তথ্য আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। মোবাইলে আসা এসএমএস এর উপর খেয়াল রাখবে এবং জানতে পারবেন আপনি এ বছরের জন্য হজ এর কোটায় পড়েছেন কিনা। এমনও হতে পারে আপনি পরের বছরের জন্য উপনীত হয়েছেন। আপনি কোটায় অন্তর্ভুক্ত হয়েছেন কিনা সেটি আপনি ধর্ম বিষয়ক মন্ত্রলালয় থেকে অই বছরের প্যাকেজ ঘোষণার পর জানতে পারবেন।
দেখুনঃ অনলাইনে প্রি-রেজিস্ট্রেশন বা প্রাক নিবন্ধন এর নিয়ম
হজ্জ এর নিবন্ধন নাম্বার যাচাই পদ্ধতি
আপনি যদি আপনার হজ্জের নিবন্ধন নাম্বার যাচাই করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। অনেকেই রয়েছেন যারা হজ্জের জন্য নিবন্ধন করে রেখেছেন কিন্তু লিস্টে নাম এসেছে কিনা দ্বিধা দন্দে পড়ে থাকেন। বর্তমানে এই সুবিধা অনলাইনে পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে বাড়িতে বসেই নিজের হজ্জের নবন্ধন স্ট্যাটাস দেখে নিতে পারবেন। আপনার নাম এবার হজ্জের লিস্টে এসেছে কিনা সেটি দেখতে নিচের ধাপ লক্ষ করুন।
হজ্জের নিবন্ধন নাম্বার যাচাই করতে, এখানে ক্লিক করুন।
- উপরোক্ত লিংকে প্রবেশ করার পর।
- মেনু বার এ অনুসন্ধান নামে একটি অপশন দেখতে পাবেন।
- সেখানে গিয়ে আপনার ট্র্যাকিং নাম্বার/পাসপোর্ট/এনআইডি/ হজ্জ লাইসেন্স যে কোন একটি নাম্বার সঠিকভাবে বসান।
- উল্লেখ্য যে আপনার কাছে যদি ট্র্যাকিং নাম্বার না থাকে তাহলে প্রাক-নিবন্ধনের পেমেন্ট ভাউচার, প্রাক-নিবন্ধন সনদ, নিবন্ধনের ভাউচার বা নিবন্ধন সনদে ও ট্র্যাকিং নম্বরটি পাবেন।
- সঠিকভাবে বসিয়ে সার্চ করলেই আপনার নবন্ধনের যাবতীয় বিস্তারিত দেখে নিতে পারবেন।
- এভাবে সহজেই আপনি ঘরে বসে নিজের নিবন্ধন নাম্বারের স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
শেষ কথাঃ
সম্মানিত পাঠক, আমরা চেস্টা করেছি যুগউপযোগী তথ্য সরবরাহ এর মাধ্যমে আপনাদের সাহায্য করতে। আশা করি এখানে থেকে হজ্জ সম্পর্কিত সকল তথ্য আপনারা পেয়ে গেছেন। এছাড়া আমরা বিশেষভাবে অনুরোধ করবো যে আপনাদের যদি আরো কোন তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন। আমরা চেস্টা করবো আপনার সকল প্রশ্নের উত্তর দেয়ার।
আরো দেখুনঃ
বেসরকারি ভাবে বড় হজ্জের জন্য আবেদনের নিয়ম এবং বিস্তারিত
সরকারি ভাবে হজ্জের জন্য আবেদনের নিয়ম এবং বিস্তারিত
তাওয়াক্কালনা এ্যাপ এর মাধ্যমে ওমরা হজ্জের জন্য আবেদনের নিয়ম
ফেসবুক থেকে আয় ২০২২( A-Z) – প্রতিদিন ১০০০ টাকা আয় করুন
বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নতুন নিয়ম ২০২২ (চার্জ ছাড়া)