গুগল একাউন্ট খোলার নিয়ম।ফোন নাম্বার ছাড়া গুগল অ্যাকাউন্ট তৈরি করুন

google account creation

আপনারা যারা নতুন এ স্মার্ট ফোন কিনেছেন কিংবা নতুন একটি গুগোল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে যাবতীয় দিকনির্দেশনা। বর্তমানে স্মার্টফোন ইউজার এর যুগে আমরা সকলেই জানি যে একটি স্মার্টফোন পরিপূর্ণ ভাবে ব্যবহার করতে গেলে অবশ্যই একটি গুগোল অ্যাকাউন্ট লাগে। তাই স্মার্টফোন কেনার পরে সেটাপ করার জন্য এই গুগল একাউন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগোল একাউন্ট আমাদের সকলের জন্য অত্যন্ত সহজ একটি বিষয় হলেও অনেকেই রয়েছে যারা এটি পারেনা। কিংবা ছোট ছোট কিছু বিষয় গুলা মনে থাকে না।

নতুন ইউজার যারা এখনো গুগোল একাউন্ট খুলে নিয়ে বা মোবাইল নাম্বার ছাড়া একাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এখানে রইল বিস্তারিত তথ্য। আশা করি আপনি এখানে থেকেই একটি গুগোল একাউন্ট কিভাবে খুলতে হয় সেটি জানতে পারবে।

আপনি যদি মোবাইল নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কম্পিউটার দিয়ে কাজটি করা যাবে না। অবশ্যই আপনাকে একটি মোবাইলের মাধ্যমে কাজটি করতে হবে। নাম্বার ব্যবহার করলে সব সময় আপনার জিমেইল টি সুরক্ষিত থাকবে। তাই চেষ্টা করুন নিজের গুগল একাউন্টে সকল ইনফরমেশন ফিলাপ করে সুরক্ষিত রাখতে।

তো গুগোল একাউন্ট খুলতে হলে আপনার ফোনের গুগলের বেশ কয়েকটি অ্যাপ পেয়ে যাবেন। যেমন গুগল ক্রোম, জিমেইল, ইমেইল এবং প্লে স্টোর। প্রথমেই আপনি যে কোন একটিতে প্রবেশ করুন। সেখান থেকে Creat a new account এ ক্লিক করুন। এবার আপনি গুগোল সিলেক্ট করুন। এখানে আপনি ফর মাই সেল্ফ অথবা ফর মাই চাইল্ড সিলেক্ট করুন যেটি আপনার প্রয়োজন। এবার আপনার নাম সঠিকভাবে পূরণ করুন। তারপর জন্ম তারিখ এবং Gender বসিয়ে সাবমিট করুন।

সবকিছু সঠিকভাবে বসিয়ে সাবমিট করলে পরের পেজে আপনাকে কিছু ডেমো অথবা স্যাম্পল হিসাবে জিমেইল অ্যাকাউন্ট দেখাবে। সেখান থেকে আপনার পছন্দের জিমেইল ঠিকানা টি ব্যবহার করুন। ঠিকানা গুলি যদি আপনার পছন্দ না হয় তাহলে creat your own gmail address এ ক্লিক করুন এবং পছন্দের ঠিকানা টি বসিয়ে চেক করুন সেটি এভেইলেবল কিনা। সবশেষে আপনার তথ্য ঠিক থাকলে একটি পাসওয়ার্ড চাইবে। সেখানে বিভিন্ন ক্যারেক্টার মিলিয়ে কমপক্ষে আট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করুন।

পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে পরের পেজে আপনার কাছে ফোন নাম্বার চাইবে। এখন আপনি চাইলে নিজের ফোন নাম্বার যুক্ত করতে পারেন একাউন্ট বেশি সিকিউর করার জন্য। আর যদি মোবাইলে পড়বে থেকে কোন জিমেইল থাকে এবং এখানে স্কিপ করার অপশন পেয়ে যান। তাহলে আপনি স্কিপ করার মাধ্যমে ফোন নাম্বার ছাড়াই গুগল অ্যাকাউন্ট টি সম্পন্ন করতে পারবেন।

যদি ফোন নাম্বার সেট করে থাকেন তাহলে সেটি ভেরিফাই সম্পন্ন করা হলে নেক্সট এ ক্লিক করে পরের পেজে যান। এবার আপনার গুগোল অ্যাকাউন্ট এর প্রিভিউ দেখতে পারবেন। সেখান থেকে নিজের ইমেইল ঠিকানাটি সংগ্রহ করে রাখুন। তারপর নেক্সট এ ক্লিক করে আপনি গুগল টার্মস এন্ড সার্ভিস এর একটি পেজ দেখতে পারবেন সেখানে i agree তে ক্লিক করুন এবং একাউন্ট খোলা সম্পন্ন হল। এবার আপনি চাইলে আপনার গুগোল প্রোফাইল পিকচার সেট করে নিতে পারেন।

About Aria Smith

Hi, I'm Aria Smith. I am an Engineer. I like to Write blogs very much & may it be on multiple niches. On this site, we exposed every single moment earnings of popular persons.

View all posts by Aria Smith →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *