24Expose.Com এ আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আমাদের আজকের পোস্ট অত্যন্ত গিরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বর্তমানে ফেসবুক চালান না এমন মানুষ খুভ কম। আমরা সকলেই প্রায় ফেসবুক চালাই কিন্তু এর পুরোপুরি ব্যাবহার কেউ করতে জানি না। কেননা আপনি বিনোদন এর বাইরে গিয়ে পরিশ্রম করতে চান না। মাত্র ৫ মিনিটে একটি ফেসবুক পেইজ খুলে রাখলেই যে সেটি পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে সেটি কখনো ভেবে দেখেছেন!
ফেসবুকে সময় নষ্ট না করে অল্প সময়ে একটি ফেসবুক পেইজ খুলে সেখান থেকে সহজেই টাকা ইনকাম করতে পারেন ঘরে বসে। আমাদের অন্য একটি পোস্টে দেয়া হয়েছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়। আপনি চাইলে সেখান থেকে টাকা ইনকাম করার ধারণা পেয়ে যেতে পারেন সহজেই। আজকের পোস্টে ফেসবুক অফিশিয়াল পেইজ খোলার নিয়ম বর্নণা করা হয়েছে। আপনি চাইলেই এখান থেকে পেইজ খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন।
ব্যাবসায়িক কাজে, প্রাতিষ্ঠানিক কারণে অথবা ব্যাক্তিগত যোগাযোগ রক্ষায় ফেসবুক পেইজ খুবই জনপ্রিয়। আপনি চাইলে আপনার হাতের এনড্রেয়েড মোবাইল থেকে ফেসবুক পেইজ তৈরি করতে পারেন। ফেসবুক পেইজ খোলার জন্য ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট অথবা যে কোন ব্রাউজার থেকে ফেসবুক আইডি তে প্রবেশ করুন।
শুরুতেই হোম পেইজ থেকে মেন্যু বার এ যেতে ডান পাশে থাকা তিনটি দাগ বা অপশন এ ক্লিক করবো। ক্লিক করার পর ফেসবুক এর বিভিন্ন মেন্যু দেখতে পাবো। সেখান থেকে Pages নামক একটি অপশন পাবো, সেটিতে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন। এবার সেখান থেকে +Create অপশনে প্রবেশ করবো। এবার ক্রেইট ইউর পেইজ লেখা একটি পেইজ আসবে সেখান থেকে Next এ ক্লিক করে পরবর্তী ধাপে প্রেবেশ করুন।
Page Name এর জায়গায় আপনার কাঙ্খিত ফেসবুক পেইজের নাম দিন, এটি পরে পরিবর্তন করে নিতে পারবেন। Next এ প্রেস করে পরবর্তী ধাপ থেকে আপনার পেইজ এর ক্যাটাগড়ি সিলেক্ট করুন। আপনি একাধিক ক্যাটাগড়ি সিলেক্ট করতে পারেন ইচ্ছে করলে। Next এ ক্লিক করে পরবর্তী পেইজ এ গেলে আপনার ওয়েবসাইট থাকলে বা ইউটিউব চ্যানেল থাকলে সেটির লিংক দিন এবং Next এ প্রেস করুন। এবার আপনার পেইজের প্রফাইল পিকচার আপলোড করুন এবং কভার ফটো আপলোড করুন এবং নেক্সট এ প্রেস করুন।
এবার আপনার ফেসবুক পেইজ খোলা হয়ে গেছে। এখন আপনি Add Actin Button থেকে একটি অপশন সিলেক্ট করতে পারেন ভিজিটর এর উদ্দ্যেশ্যে। এছাড়া পেইজ ইনফো তে গিয়ে আপনার যাবতীয় তথ্য সেখানে পূরণ করতে পারেন। অফিশিয়াল পেইজ হলে অবশ্যই সকল তথ্য দিয়ে ফাকা ঘর পূরণ করে নিন। এবার আপনার পেইজ এর সকল সেটিংস নিজের মতো গুছিয়ে নিন।
আরো দেখুনঃ
উপায় একাউন্ট খোলার নিয়ম -৫৫ টাকা বোনাস সহ
অনলাইনে ভোটার সিরিয়াল নাম্বার দেখার নিয়ম এবং বিস্তারিত
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ২০২২