যে কোন সিম ই-সিমে পরিবর্তন করার নিয়ম সম্পর্কে জানিতে হলে আমাদের আজকের পোস্টে লক্ষ করুন। আমরা চেস্টা করেছি সকল সিম কোম্পানীর ই-সিম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার। প্রিয় গ্রাহক আপনি যদি আপনার পুরনো ৪জি অথবা ৩জি সিমটি ই সিমে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। সকল তথ্য জানতে আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
বাংলাদেশে ইতিমধ্যই ই-সিম সুবিধা চালু করা হয়েছে। দেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীনফোন এই সুবিধা তাদের কাস্টমারদের জন্য দিয়েছেন। জিপিই প্রথম এই ই-সিম সুবিধা চালু করে বাংলাদেশে। তবে দুক্ষজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত অন্য কোন অপারেটর এই ই সিম সুবিধা চালু করে নি। তবে অনেকেই প্রচেস্টায় রয়েছে। আশা করা যায় যে খুভ শীঘ্রই অন্যান্য অপারেটর ও ই-সিম সুবিধা চালু করবে।
ই-সিম মূলত অনলাইন ভিত্তিক ডিজিটাল একটি সিম ব্যাবস্থা। এর ফলে প্র্যাকটিক্যালি আপনার ফোনে কোন সিম ভরতে হবে না বা ক্যারি করতে হবে না। ই-সিম ক্রয় করে শুধুমাত্র কিউ আর কোড স্ক্যান করেই আপনি ভার্চুয়াল একটি সিম পেয়ে যাবেন। যার মাধ্যমে সাধারণ সিমের মতোই সকল সুযোগ সুবিধা ব্যাবহার করতে পারবেন।
ই-সিম বলতে মূলত আপনি একটি কিউ আর কোড ব্যাবহার করেই সেটাপ করে নিতে পারবেন। সিম কোম্পানী আপনাকে একটি কিউ আর কোড সম্বলিত ডকুমেন্টস দেবে। সেটি আপনার ফোনের নির্দিষ্ট অপশনে গিয়ে স্ক্যান করে সেটাপ করে নিতে পারেন। এরপর অন্যান্য সিমের মতোই ডায়াল, এসএমএস, এবং ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন।
ই সিম এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। অসুবিধা গুলোর মধ্য অন্যতম হলো এই সিম ব্যাবহার করতে হলে আপনাকে ই সিম সাপোর্টেড স্মার্টফোন থাকতে হবে। জ্বী, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সাধারণ ফোন এ এই সিম সাপোর্ট করবে না। বর্তমানে বের হওয়া অত্যাধুনিক স্মার্টফোন এ এই সুবিধা দেয়া থাকে। তাই আপনার ফোনটি ই সিম সাপোর্টেড কিনা সেটি মোবাইলের মডেল নাম্বার লিখে অনলাইনে সার্চ করুন।
নতুন জিপি ই-সিম এর দাম ২০০ টাকা
পুরাতন জিপি সিম রিপ্লেস করতে খরচ ৯৯ টাকা
জিপি স্টার গ্রাহকদের জন্য ই-সিম রিপ্লেসমেন্ট ফ্রী
ই সিম এর অন্যতম সুবিধা হলো আপনি চাইলে একাধিক সিম ব্যাবহার করতে পারে, সেটি মূলত মোবাইল এর উপর ডিপেন্ড করে। তবে দুই বা ততোধিক সিম প্রফাইল সেটাপ করে নিতে পারবেন। যখন যে সিম ইচ্ছে সেটিই ব্যাবহার করতে পারবেন। এছাড়া ই সিম ব্যাবহার এর ফলে আপনার বাহ্যিক ভাবে কোন সিম ক্যারি করতে হচ্ছে না।
আপনার পুরনো সিমটি ই সিমে পরিবর্তন করতে হবে অবশ্যই রিপ্লেস করতে হবে। আমরা যেমন 3G থেকে সিমগুলো 4G তে রিপ্লেস করেছিলাম। ঠিক তেমনি এখন 4G থেকে রিপ্লেস করে ই সিম কিনতে হবে। এক্ষেত্রে কোম্পানীর নির্ধারিত চার্জ প্রযোজ্য। তাই দেরি না করে এখনি একটি ই সিম সাপোর্টেড ফোন কিনুন এবং আপনার আগের সিমটি রিপ্লেস করে ই সিমে ট্রান্সফার করুন।
আরো দেখুনঃ
পুরোনো ফোন দিয়ে সিসি ক্যামেরা বানানোর নিয়ম
হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট খোলার নিয়ম এবং সুবিধাসমূহ
গুগল ম্যাপে নিজের ঠিকানা ডিলেট করবেন যেভাবে
গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করার নিয়ম
গুগল একাউন্ট খোলার নিয়ম ২০২২।ফোন নাম্বার ছাড়া গুগল অ্যাকাউন্ট তৈরি করুন