ছুটি শেষ হওয়া মানেই জীবনের অন্যতম ব্যাস্ততা শুরু। কর্পোরেট লাইফ মানেই ছুটি না পাওয়া। সরকারী বেসরকারী সব মিলিয়ে কয়েক লাখ চাকুরিজিবী রয়েছে বাংলাদেশে। যে কোন চাকুরির ক্ষত্রে ছুটি নেয়া যেনো অন্যতম এক কঠিন কাজ। বছরে বড় বড় কিছু ফেস্টিভাল এ আমরা প্রায় সবাই ছুটি পেয়ে থাকি। তবে এই ছুটি যেনো পানির মতো শেষ হয়ে যায়। নিজের পরিবারে সাথে কাটানো সময়গুলো কীভাবে শেষ হয়ে যায় সেটি আমরা বুঝতেই পারি না। আনন্দের সময়গুলি এভাবেই জলদি কেটে যায়। পুরুষ মানুষ মানেই ছুটি শেষ হলে গন্তব্য স্তলে পৌছাতে হবে। নিজের পরিবারের মায়া ত্যাগ করে চলে যেতে হয় দূরের কোন গন্তব্যে। সেইসব মানুষের জন্য আমাদের আজকের পোস্টে রইলো ছুটি শেষ হওয়া নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ এবং কবিতা।
ছুটি শেষ হওয়া নিয়ে উক্তি
দেখতে দেখতে ছুটিগুলো শেষ হয়ে গেল
যান্ত্রিক জীবন আমাকে হাতছানি দিয়ে ডাকছে
এজন্য আবার রোবটের মতো নিজেকে
ব্যস্ত জীবনে ফিরিয়ে নিতে হবে
বিদায় প্রিয় শহড় – 24Expose.com
সারা সপ্তাহ অপেক্ষা করি চাই আসুক শুক্রবার
সকলের যে প্রিয় বন্ধু তুমি আমাদের শুক্রবার
কবিতাকে ছুটি দিতে চেয়েছিলাম, বিরক্তির তাড়নায়,
কিন্তু অনুভূতি টেনে নিয়ে এলো কবিতারই আঙিনায়।
ছুটি শেষ হওয়া নিয়ে স্ট্যাটাস
ছুটি শেষ…….
এছাড়া নেই কোন পথ
এভাবে জীবনের কিছুটা সময় কেটে গেলে
অলস জীবন থেকে মুক্তি পাওয়া যায়
কারন অযথা বসে সময় কাটানোর চেয়ে
মাঝেমাঝে ছুটির প্রশান্তি নিয়ে
ব্যস্ত সময় কাটানো অনেক ভাল
চারদিকে নিঝুম ঘুম
কে জাগাবে আকাশ মাটি
বাস্তব ছুতে স্বপ্নলব্ধ
সময়েই দাও শয়নে’র ছুটি
মেঘলা দিনের মন খারাপ বৃষ্টি ডেকে আনে
অঝোরে ঝরেই চলে থামবে কখন কে জানে !
বলেছিলে আসবে তুমি পেলেই ছুটি ঈদে
আরো একটি বছর গেলো দেখতে দেখতে শেষের পথে
ছুটি শেষ হওয়া নিয়ে ছন্দ
রাত্রি তোকে দিলাম ছুটি
একটি রাতের জন্য
আমার চোখে জাগছে শহড়
ঘুমিয়ে নে তুই বন্য
এই বিকেলের কাছাকাছি
আকাশের কোণে আষাঢ় আঁকড়ে দাঁড়িয়ে আছি
পকেটভর্তি চিনেবাদামের হলুদ ফুলের সুগন্ধে মিশে
রূপসা-মেঘনা লুকিয়ে আছে যে ওদের ক্লান্ত নিঃশ্বাসে!
মানুষের বন্দর অনেক দূরে, শহর আমার গল্পে মৃত
এখানে শুধু একলা বাঁচে পাহাড়ি জ্বলন্ত ইচ্ছেগুলো, বৃষ্টিসিক্ত
পোড়ো ডানাও শিহরত কাব্যের আস্তানায়!
জানি আমার বৃষ্টি ওই পাড়ায় আসে – যায়
তবু আমাকে কেউ রেখো না উল্লাসের বাঁধনে জড়িয়ে
আমাকে কেউ নিও না ওই সমাজে আবারো ফিরিয়ে!
আমি ছুটির চিরকুটে বিকেল মাখিয়ে নিয়েছি!
ছুটি শেষ হওয়া নিয়ে কবিতা
মন কেমনের বেলায় অজান্তেই হাত দুটো চায় তোকে
মাথাটা খুভ গোপনে জায়গা খুজে তর বুকে
জানিনা কি অলিক সুখ তোর শান্তনায়
তোর আগলে রাখার তৃপ্তিতে আমার মন জুড়ায়
শুক্রবার মানে দেরিতে উঠা, অফিস ইস্কুল বন্ধ
শুক্রবার মানে কি খাওয়া যায় ইলিশ খাসির দ্বন্দ
শুক্রবার মানে সিনেমা দেখা নাকি বাটুল দি গ্রেট
শুক্রবার মানেই আর যাই হোক ভরপুর এই পেট
ভাবলাম কবিতাকে ছুটি দেবো একটি ব্যাস্ততা দেখিয়ে
কিন্তু কবিতাতেই মজলো মন ব্যাস্ততাকে ছুটি দিয়ে
কবিতাকে ছুটি দিয়েছিলাম, ছন্দপতনের কারণে
কিন্তু আজ অনুভূতি এসে কবিতা লেখে, নিষ্ফল বারণে
সবাইকে ধন্যবাদ। সবাই নিজ পরিবারের সাথে সুন্দর একটি ছুটি উপভোগ করুন। পোস্ট টির বিভিন্ন অংশ অনলাইন হতে সিংগৃহীত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর ভাবে দিনটি উপভোগ করুন।
Se Also:
মামা ভাগিনা ফেসবুক স্ট্যাটাস বাংলা
মোটরসাইকেল এর নেইম প্লেট ক্যাপশন
পড়ন্ত বিকেল নিয়ে ক্যাপশন, উক্তি, কবিতা, ছন্দ, স্ট্যাটাস এবং কিছু কথা