সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আজকের বিষয় বিকাশে কুইজ খেলে টাকা ইনকাম। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ। এ বিকাশ মাঝে মাঝেই তাদের গ্রাহকদের জন্য দিয়ে থাকে বিশেষ সুবিধা। তারই মধ্যে অন্যতম হচ্ছে কুইজ প্রতিযোগিতা। ধারাবাহিকভাবে বিভিন্ন সময় বিকাশের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। তো এবার বিকাশ ক্যুইজ মাস্টার এর পক্ষ থেকে একটি কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। যেখানে আপনি অংশগ্রহণ করলে পেয়ে যেতে পারেন ২৫ হাজার টাকা পর্যন্ত। তাই কিভাবে গেম এ অংশগ্রহণ করবেন সেটি বিস্তারিত দেখে নিন। – bkash quiz khele taka income
অনলাইনে বিভিন্ন সোর্স থেকে মাঝে মাঝেই অফার পাওয়া যায়। যেসব অফার আপনি অংশগ্রহণ করে নিয়ে নিতে পারেন হাজার হাজার টাকা। তবে আসল কথা হচ্ছে বেশির ভাগই প্রতারণার অংশবিশেষ। তবে বিশ্বস্ত এবং অল্প সংখ্যক সাইট থেকে আপনি চাইলে টাকা ইনকাম করে নিতে। তো যাচাই করার জন্য আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। সামান্য কিছু পরিশ্রম করেই এসব অফার লুফে নিয়ে নিয়ে নিতে পারেন বেশ কিছু টাকা। এরকমই একটি অফার বিকাশ এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। বিকাশ কুইজ মাস্টার থেকে ইনকাম করার সিস্টেম গুলি দেখুন।
বিকাশ কুইজে অংশগ্রহণ করতে হলে আপনার বিকাশ অ্যাপটি আপডেট করে নিন। বিকাশ অ্যাপ এ প্রবেশ করার পর বিভিন্ন মেনু দেখতে পাই। সাজেশন মেনুবার থেকে কুইজ মাস্টার অপশনটি সিলেক্ট করুন। প্রবেশ করার পর একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে লেখা থাকবে,”কুইজ খেলে জিতে নাও ২৫ হাজার টাকার ক্যাশ প্রাইস সাথে আছে প্রতিদিন ১০ টাকা টপ আপ।”
কুইজ মাস্টারে প্রবেশ করার পর বিভিন্ন অপশন দেখতে পাবেন। প্রতিদিন কতজন মানুষ এই কুইজ প্রতিযোগিতা উইন করছে সেই লিস্ট আপনি দেখে নিতে পারেন। আপনি দুই ধাপে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। একটি হচ্ছে ডেইলি কুইজ এবং অপরটি হচ্ছে উইন টাইম কুইজ।
এখানে উল্লেখ্য যে ডেইলি কুইজ এ অংশগ্রহণ করতে আপনার ১৫ টাকা subscription free প্রদান করতে হবে। এবং উইন টাইম কুইজ এ অংশগ্রহণ করতে হলে একটি নির্দিষ্ট টাইম এর জন্য অপেক্ষা করতে হবে। প্রতিদিন সন্ধ্যা ৫ টা থেকে ৬ টা পর্যন্ত এক ঘন্টা এই সময় পাবেন।
সাপ্তাহিক প্রাইজ হিসেবে আপনার জন্য থাকছে, সপ্তাহে চার হাজার টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজ প্রথম ২০০ জন টপ স্কোরার এর জন্য।
উইন টাইম কুইজ এর জন্য পুরস্কার হিসেবে থাকছে, প্রতিদিন ৩০০ টাকা ক্যাশ প্রাইজ প্রথম ১০ জন টপ স্কোরার এর জন্য।
ডেইলি কুইজ প্রাইজ হিসেবে থাকছে, ডেইলি ১০ টাকা টপ-আপ প্রাইজ যা সব ডেইলি উইনার দের জন্য।
বিকাশ এর পক্ষ থেকে এই কুইজ মাস্টার গেম প্রতিযোগিতা শুরু হয়েছে গত ১১ জুন ২০২২ এ। এবং এই কুইজ প্রতিযোগিতা শেষ হবে আগামী ১১ জুলাই ২০২২ এ। তবে কর্তৃপক্ষ চাইলে এর মেয়াদ কমানো বা বাড়ানোর ক্ষমতা সংরক্ষণ করে।
আরো দেখুনঃ
উপায় একাউন্ট খোলার নিয়ম -৫৫ টাকা বোনাস সহ
অনলাইনে ভোটার সিরিয়াল নাম্বার দেখার নিয়ম এবং বিস্তারিত
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ২০২২
ফেসবুক পেইজ খোলার নিয়ম- অফিশিয়াল ফেসবুক পেইজ খুলুন
ফেসবুক থেকে আয় ২০২২( A-Z) – প্রতিদিন ১০০০ টাকা আয় করুন