বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নতুন নিয়ম ২০২২ (চার্জ ছাড়া)

bidesh theke bkash e taka transfer

আজকের এই আর্টিকেলটি তাদের জন্য খুবই উপকারে আসবে যারা মূলত চাচ্ছেন দেশের বাইরে থেকে বাড়িতে বা প্রিয়জনের কাছে টাকা পাঠাতে। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম হচ্ছে বিকাশ। আপনি চাইলে এখন খুব দ্রুত সময়ের মধ্যে সহজে যে কোন দেশ থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন বাংলাদেশে। তো আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দেশের বাইরে থেকে খুব সহজেই কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের মধ্যে দেশে টাকা পাঠাতে পারেন।

বর্তমানে অধিক জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম হচ্ছে বিকাশ। এছাড়া আরও বেশকিছু মোবাইল ব্যাংকিং মাধ্যম রয়েছে এগুলো তো আপনি চাইলেই দেশে টাকা পাঠাতে পারবেন। তবে বিকাশ এর ব্যাপকতা অনেক বেশি। আপনি যদি বিকাশে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে বিশেষ কিছু বিষয় গুরুত্বের সাথে দেখতে হবে। কষ্ট অর্জিত এসব টাকা আপনি নিশ্চয়ই চাইবেন না নষ্ট হয়ে যাক কিংবা হারিয়ে যাক। তাই বিপদে পড়ার আগে সতর্কতা অবলম্বন করা উত্তম।

২০১৬ সালে ওয়েস্টার্ণ ইউনিয়ন মানি ট্রান্সফার এবং মাস্টার কার্ড এর সঙ্গে যৌথভাবে এক হয়ে বিদেশ থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করার এই ডিজিটাল সুবিধা চালু হয়। তারপর থেকেই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি হয়ে চলেছে। বর্তমানে বিদেশ থেকে টাকা পাঠানোর বিষয়টি অত্যন্ত সহজ। গ্রামে গ্রামে এখন বিকাশে ক্যাশ আউট পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনি চাইলেই সহজে টাকা উঠাতে পারবেন। ঘরে বসেই মোবাইল দিয়ে আপনি এখন বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন। তাই প্রযুক্তিতে অবদান এ আমরা এখন উন্নত টেকনোলজি ব্যবহার করে যে কোন কাজকে সহজ এবং দ্রুত সম্পাদন করতে পারি।

বিকাশের মাধ্যমে দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে মানি ট্রান্সফার অরগানাইজেশন MOT এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর কাছ থেকে আপনি সুবিধা নিতে পারেন। আপনি যে কোন দেশে থাকেন না কেন আপনার নিকটস্থ মানি এক্সচেঞ্জ হাউজ এ যোগাযোগ করুন। সেখানে গিয়ে আপনি সহজেই বিকাশের মাধ্যমে টাকা দেশে পাঠাতে পারেন।

টাকা পাঠানোর জন্য প্রথমে ওই দেশের অংশীদার ব্যাংকের শাখা অথবা মানি এক্সচেঞ্জ এজেন্টের কাছে যান। গিয়ে আপনি যার কাছে টাকা পাঠাতে চান তার বিকাশ একাউন্ট নাম্বারটি দিন। প্রাপকের নাম সঠিকভাবে তাদেরকে দিন। এবার আপনি কত টাকা পাঠাতে চান সেই টাকা পরিশোধ করুন। এছাড়া আনুষঙ্গিক কোনো তথ্য প্রয়োজন থাকলে সেটি সরবরাহ করুন। এভাবে আপনি টাকা পাঠানোর কাজ সম্পন্ন করতে পারবেন সহজেই। ওই সময়ের ব্যাংক রেট অনুযায়ী আপনার প্রাপকের কাছে বিকাশে টাকা পৌঁছে যাবে।

বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশ একাউন্টটি সচল আছে কিনা। তার অ্যাকাউন্ট বৈধভাবে নিবন্ধিত কিনা। এছাড়া নাম্বার টি সঠিক কিনা সেটি লক্ষ্য করুন। সবশেষে লক্ষ্য রাখুন যে আপনার টাকার পরিমান লিমিট অতিক্রম করেছে কিনা। কারণ নির্দিষ্ট একটি লিমিটের উপরে আপনি টাকা পাঠাতে পারবেন না।

বিকাশে টাকা পাঠাতে হলে আপনাকে যে লিমিট মানতে হবে সেটি হচ্ছে দিনে আপনি সর্বোচ্চ ১০ বার টাকা পাঠাতে পারবেন এবং মাসে ৫০ বার। অ্যামাউন্ট এর ক্ষেত্রে সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ ২৫ হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে আপনি সর্বোচ্চ ১ লক্ষ ২৫ হাজার টাকা এবং সারা মাসে সর্বোচ্চ ৪ লক্ষ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। এর বেশি টাকা পাঠাতে পারবেন না। তাই টাকা পাঠানোর ক্ষেত্রে লিমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া টাকা গ্রহণ করার পর সেটি সাধারণ বিকাশ ক্যাশ আউট চার্জ করা হবে। উল্লেখ্য যে টাকা পাঠাতে কোনো এক্সট্রা খরচ লাগে না। আপনি যাওয়া খাবেন তাই আপনার প্রাপক পেয়ে যাবে। ক্যাশ আউট এর ক্ষেত্রে অ্যাপ থেকে করলে খরচ হবে ১৭.৫০ টাকা এবং ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করে ক্যাশ আউট করলে ১৮.৫০ টাকা চার্জ করা হবে।

আরো দেখুনঃ

বিকাশে কুইজ খেলে টাকা ইনকাম ২০২২

ফেসবুক পেইজ খোলার নিয়ম- অফিশিয়াল ফেসবুক পেইজ খুলুন

ফেসবুক থেকে আয় ২০২২( A-Z) – প্রতিদিন ১০০০ টাকা আয় করুন

About Aria Smith

Hi, I'm Aria Smith. I am an Engineer. I like to Write blogs very much & may it be on multiple niches. On this site, we exposed every single moment earnings of popular persons.

View all posts by Aria Smith →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *