সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন জায়গায় রয়েছেন। তারা অনেকেই ওমরা হজ করার জন্য আগ্রহী হয়ে থাকেন। কিন্তু করো না পরিস্থিতির জন্য এই হজের জন্য পারমিট নিতে হয়। এজন্য আমরা অনেক সময়ই মক্তবে গিয়ে ওমরা হজের জন্য যোগাযোগ করে থাকি।
আমাদের আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কিভাবে আপনি নিজের তাওয়াক্কালনা এ্যাপ এর মাধ্যমে নিজেই ওমরা হজের পারমিট নিতে পারি। অর্থাৎ ওমরা হজের জন্য নিজের পারমিট নিজেই এস করিয়ে ওমরা হজের জন্য আবেদন করতে পারব।
তাওয়াক্কালনা এ্যাপ এর মাধ্যমে ওমরা হজ্জের জন্য আবেদন
Apply Umrah by Tawakkalna apk
হজের জন্য আপনি নিজে পারমিট করান অথবা মক্তবের মাধ্যমে পারমিট নিলেও মাত্র তিন ঘন্টা সময় পাবেন হজ করার জন্য। এই সময়ের ভেতরে আপনাকে সম্পন্ন করতে হবে।
তাওয়াক্কালনা অ্যাপ এর মাধ্যমে নিজেই নিজের পারমিট এর জন্য আবেদন করতে পারবেন সহজেই। নিচে এ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত দেয়া হলো।
শুরতেই তাওয়াক্কালনা এ্যাপ এ প্রবেশ করুন।
- এপ এ প্রবেশ করে Menu থেকে Services এ ক্লিক করুন।
- স্ক্রল করে নিচে যান এবং Hajj & Umrah Services থেকে Issue Permits এ ক্লিক করুন।
- এবার Performing Umrah অপশনটি সিলেক্ট করে proceed এ ক্লিক করুন ।
- এবার নিজের নাম আসলে সেখানে ক্লিক করে proceed এ ক্লিক করুন ।
- এবার আপনার কাঙ্ক্ষিত তারিখ সিলেক্ট করুন যেদিন আপনি হজ্ব করতে ইচ্ছুক।
- সেখান থেকে সময় সিলেক্ট করুন যে কোন ৩ ঘন্টা আপনি হজ্ব করতে চান এবং proceed এ ক্লিক করুন ।
- এবার অপশন থেকে আপনার কাছা কাছি একটি ঠিকানার এক্সেস পয়েন্ট সিলেক্ট করুন।
- স্ক্রল করে Your Residence City (Arrival) এর ঘরে আপনার শহরের নাম উল্লেখ করুন যেখান থেকে আপনি যাবেন।
- সব তথ্য দেয়া ঠিক থাকলে স্ক্রল করে নিচে খালি ঘরে টিক চিহ্ন দিন এবং Issue The Permit এ ক্লিক করুন।
- এরপর আপনার পারমিট সাকসেসফুল হলে সেটি দেখতে পারবেন।
আপনার ওমরা হজের জন্য পারমিট ইস্যু সাকসেসফুলি হয়ে থাকলে সেখানেই বিস্তারিত দেখতে পারবেন। সেখান থেকেই আপনি আপনার হজের তারিখ এবং সময় সহ যাবতীয় বিস্তারিত দেখতে পারবেন। এছাড়া মেনু থেকে Hajj & Umrah অপশনে গিয়ে Permit এ ক্লিক করলেই আপনার ওমরা হজের বিস্তারিত দেখতে পারবেন। অর্থাৎ কোন সময়ে আপনি হেরেম শরীফ এর ভেতরে থাকার জন্য পারমিট পেয়েছেন সেটি দেখতে পারবেন।
শেষ কথাঃ
সম্মানিত পাঠক, আমরা চেস্টা করেছি যুগউপযোগী তথ্য সরবরাহ এর মাধ্যমে আপনাদের সাহায্য করতে। আশা করি এখানে থেকে হজ্জ সম্পর্কিত সকল তথ্য আপনারা পেয়ে গেছেন। এছাড়া আমরা বিশেষভাবে অনুরোধ করবো যে আপনাদের যদি আরো কোন তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন। আমরা চেস্টা করবো আপনার সকল প্রশ্নের উত্তর দেয়ার।
আরো দেখুনঃ
বেসরকারি ভাবে বড় হজ্জের জন্য আবেদনের নিয়ম এবং বিস্তারিত
সরকারি ভাবে হজ্জের জন্য আবেদনের নিয়ম এবং বিস্তারিত
ফেসবুক থেকে আয় ২০২২( A-Z) – প্রতিদিন ১০০০ টাকা আয় করুন
বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নতুন নিয়ম ২০২২ (চার্জ ছাড়া)
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ২০২২
I’m not sure why but this website is loading
extremely slow for me. Is anyone else having this issue or is it a issue on my end?
I’ll check back later and see if the problem
still exists.
Dear Visitor, Thank you for your feedback. Your response is so important for us. By your suggestion, We checked our page speed & it was 90% of mobile version & 99% of PC version. Hope that it is good for a website. You should check your browser & internet speed carefully.