গুগল ম্যাপে কিভাবে আপনার বাড়ির ঠিকানা বা লোকেশন দিয়ে দিবেন? এখন থেকে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান অথবা বাড়ির নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং যাবতীয় বিস্তারিত যুক্ত করতে পারেন গুগল ম্যাপস এ। অনেকেই মনে করে থাকেন এটি গুগল ম্যাপ এ অটোমেটিক যুক্ত হয়েছে। কিন্তু এটি ভুল ধারণা, মূলত গুগল ম্যাপে আপনি যতগুলো লোকেশন এর বিস্তারিত দেখতে পান সবগুলোই ব্যক্তিপর্যায়ে কেউ-না-কেউ যুক্ত করেছেন। তাই আপনি চাইলে আপনার ব্যবসা বৃদ্ধির জন্য বা বাড়ির লোকেশন শেয়ার করার জন্য সহজেই গুগল ম্যাপ আপনি নিজের ঠিকানা যুক্ত করতে পারেন।
গুগল ম্যাপস এ আপনার প্রতিষ্ঠান অথবা বাড়ির লোকেশন যুক্ত করার জন্য প্রথমেই আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে গুগল ম্যাপস সফটওয়্যার এ। উল্লেখ্য যে আপনার গুগল ম্যাপ যদি আপডেট ভার্সন না হয়ে থাকে তাহলে প্লে স্টোর থেকে আপডেট করে নিন। ম্যাপ চালু করার পর মেনু বার থেকে Contribute নামে একটি অপশন পাবেন সেখানে প্রবেশ করুন। how to add a place on google map
প্রবেশ করার পরে আপনি কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে Add a missing place অপশন টি সিলেক্ট করুন। এবার পরবর্তী পেইজে আপনি একটি ফরম এর মত দেখতে পারবেন। এখানে আপনার যাবতীয় বিস্তারিত সঠিকভাবে উল্লেখ করতে হবে। শুরুতেই দেখতে পাবেন নাম লেখার জায়গা। আপনার যদি বাসা বাড়ি হয়ে থাকে তাহলে বাসার নাম অথবা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করুন।
দ্বিতীয় অপশন থেকে ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনি কি ধরনের জায়গার লোকেশন আপডেট করছেন সিটি কোন ক্যাটাগরিতে পরে ভালোভাবে বুঝে সিলেক্ট করুন। এবার লোকেশন যুক্ত করুন।
পরবর্তী ধাপগুলো থেকে আপনি লোকেশন এর ছবি। ব্যবসাপ্রতিষ্ঠান হলে তার ফোন নাম্বার ওয়েবসাইট ঠিকানা ব্যবসা শুরুর তারিখ ইত্যাদি তথ্য উপস্থাপন করার সুযোগ পাবেন। আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান এর লোকেশন যুক্ত করতে চান তাহলে অবশ্যই সবগুলো তথ্য দিয়ে প্রোফাইলটি সুন্দরভাবে উপস্থাপন করুন, এতে বিশ্বস্ততা বাড়বে।
সব তথ্য সঠিকভাবে দেয়ার পর উপরে ডানপাশে সেন্ড লোগো অথবা add a place এ ক্লিক করুন। আপনার তথ্য সাবমিট হয়ে থাকলে তারা কনফার্মেশন মেসেজ দিয়ে আপনাকে জানাবে। এখানে উল্লেখ্য যে আপনি যে জায়গাটি যুক্ত করেছেন সেটি গুগল ম্যাপ কর্তৃপক্ষ প্রথমে রিভিউ করবে। রিভিউ করে যদি তারা সবকিছু ঠিকমতো পায় তাহলে সেটি কনফার্ম করবে। অর্থাৎ আপনার সাবমিট করার পর কয়েকদিন সময় নিয়ে সেটি যুক্ত হবে গুগল ম্যাপ এ। তাই আপনার সাবমিট করা সব তথ্য গুগল ম্যাপে দেখাতে কয়েক দিন সময় লাগতে পারে।
শেষ কথাঃ
আশা করি উক্ত পোস্ট থেকে আপনারা গুগল ম্যাপ সম্পর্কে কিছু ধারণা পেয়ে গেছেন। এভাবে যুক্ত করলে তারা কিছুদিন সেটি ভেরিফাই করবে এবং তারপর অটোমেটিক যুক্ত করে দেবে আশা করি। এছাড়া আরো কোন তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।
আরো দেখুনঃ
পুরোনো ফোন দিয়ে সিসি ক্যামেরা বানানোর নিয়ম
হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট খোলার নিয়ম এবং সুবিধাসমূহ
গুগল একাউন্ট খোলার নিয়ম ২০২২।ফোন নাম্বার ছাড়া গুগল অ্যাকাউন্ট তৈরি করুন